Home National G20 সামিটের জন্য বিশ্ব নেতাদের স্বাগত জানাতে প্রস্তুত দিল্লি

G20 সামিটের জন্য বিশ্ব নেতাদের স্বাগত জানাতে প্রস্তুত দিল্লি

by Mahanagar Desk
6 views

মহানগর ডেস্ক: ৯ থেকে ১০ সেপ্টেম্বর G20 শীর্ষ সম্মেলন নয়াদিল্লিতে। সারা বিশ্বের হেভিওয়েট নেতারা নয়াদিল্লিতে রওনা দিয়েছেন। রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিদের আতিথেয়তা করার জন্য ইতিমধ্যেই বিশাল আয়োজন করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রগতি ময়দানে সদ্য-উদ্বোধিত ভারত মণ্ডপমে স্বতন্ত্রভাবে সমস্ত দেশের নেতাদের স্বাগত জানাবেন বলে জানা গিয়েছে।

শনিবার মধ্যাহ্নভোজের আয়োজনের পাশাপাশি গালা ডিনারের আয়োজন করছেন রাষ্ট্রপতি। এই মেগা বৈঠকেই ভারতের এক বছরব্যাপী G20 সভাপতিত্বের সমাপ্তি ঘটতে চলেছে। G20 নামে পরিচিত কুড়িটি সদস্য দেশের গ্রুপের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য , এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

আরও পড়ুন: Special Session Controversy: সোনিয়াকে চিঠি, বিশেষ অধিবেশন ঘিরে ধোঁয়াশায় কেন্দ্রের সঙ্গে সঙ্ঘাতের পথে কংগ্রেস

শুক্রবার থেকে বিশ্ব নেতাদের আসা শুরু হবে রাজধানীতে। এবারের সম্মেলন শুধু ভারতের কাছে নয়, একই সঙ্গে বিশ্বের কাছে হতে চলেছে গুরুত্বপূর্ণ। জি-২০ হল বিশ্বের এমন কুড়িটি দেশের একটি গোষ্ঠী, যারা বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে ৮০ শতাংশের প্রতিনিধিত্ব করে থাকে। সম্মেলন উপলক্ষ্যে এখন সাজোসাজো রব রাজধানীতে।

জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নিম্ন আয়ের দেশগুলির ঋণের বোঝা লঘু করার মত বিষয়গুলি এই সম্মেলনে আলোচনাসুচির মধ্যে রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।

You may also like