Home National Defiant DMK Minister: আবহমান কাল ধরেই বৈষম্য চলছে, রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে এনে সনাতন ধর্ম নিয়ে মন্তব্যে অনড় ডিএমকে মন্ত্রী

Defiant DMK Minister: আবহমান কাল ধরেই বৈষম্য চলছে, রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে এনে সনাতন ধর্ম নিয়ে মন্তব্যে অনড় ডিএমকে মন্ত্রী

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: ভাঙবেন তবু মচকাবেন না। ডিএমকে মন্ত্রী ও তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়ানিধির সনাতন ধর্ম (Defiant DMK Minister) নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর থেকেই ক্ষোভে ফুটছে সারাদেশের রাজনৈতিক মহল। বিশেষ করে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে ডিএমকের মন্ত্রী উদয়ানিধির এহেন মন্তব্যকে অস্ত্র করে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে বিজেপি। লক্ষ্য সংখ্যাগুরু হিন্দু ভোট ব্যাঙ্ক। লোকসভা ভোটের আগে বিরোধীরা একমঞ্চে শামিল হয়ে বিজেপিকে উৎখাত করতে যখন বদ্ধপরিকর, ঠিক সেইসময় ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শক্তি ডিএমকে মন্ত্রীর এমন উক্তি বিরোধীদের রীতিমতো চাপে রাখছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু তাতেও এতটুকু দমেননি উদয়ানিধি।

উল্টে নিজের অবস্থানে অনড় থেকে সনাতন ধর্মের বিরোধিতায় সুর আরও চড়িয়ে ডিএমকে মন্ত্রী মঙ্গলবার বলেছেন নতুন সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোর ঘটনা সনাতন ধর্ম নিয়ে বৈষম্যের জ্বলন্ত উদাহরণ। এ নিয়ে ডিএমকের অবস্থান দীর্ঘদিনের। পেরিয়ারের যুক্তিবাদী নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ডিএমকে দশকের পর দশক ধরে রাজনৈতিক ফয়দার কথা না ভেবে সনাতন ধর্ম নিয়ে তাদের আপত্তির কথা জানিয়ে এসেছে।

উদয়ানিধির অভিযোগ প্রজন্মের পর প্রজন্ম ধরে সনাতন ধর্মের কান্ডারিরা বিশাল সংখ্যক মানুষের ওপর অত্যাচার চালিয়ে এসেছে। তাদের সমান অধিকার, শিক্ষা এবং ধর্মীয় স্থানে প্রবেশের অধিকার দেওয়া হয়নি। মঙ্গলবারও উদয়ানিধি সাফ জানান তাঁর মন্তব্যের জন্য তিনি যেকোনও আইনি পদক্ষেপের জন্য তৈরি রয়েছেন। এদিকে বিজেপির নেতা সুব্রমনিয়াম স্বামী এক্সে দাবি করেছেন তিনি তামিলনাডুর রাজ্যপালকে উদয়ানিধির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে চিঠি লিখেছেন।

সামাজিক বৈষম্য নিয়ে  বর্তমান কোনও ঘটনার কথা প্রশ্ন করা হলে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে বলেন সনাতন ধর্মের বৈষম্যের সবচেয়ে সেরা উদাহরণ হল নতুন সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানো। যদিও অভিযোগ মানতে চায়নি বিজেপি।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved