Home National জানেন কি, ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জেতার পর ইন্দিরা গান্ধীর বাড়িতে চায়ের জন্যে আমন্ত্রিত ছিলেন

জানেন কি, ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জেতার পর ইন্দিরা গান্ধীর বাড়িতে চায়ের জন্যে আমন্ত্রিত ছিলেন

by Mahanagar Desk
15 views

মহানগর ডেস্ক: আজ বিশ্বকাপ ফাইনাল। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভারত-পাকিস্তানের। ২৪০ রান চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ভারত অস্ট্রেলিয়াকে। আর ৩৪ ওভারেই ১৯১ রানে পৌঁছেছে অস্ট্রেলিয়া।

খেলা দেখতে আমেদাবাদ স্টেডিয়ামে পৌঁছেছে একাধিক বলিউড সেলিব্রিটি। আর ২০২৩ সালের বিশ্বকাপ উপলক্ষ্যে রবিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ের কথা স্মরণ করেছেন। এবং বলেছেন যে, তার দিদা এবং তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জেতার পর পুরো দলকে চায়ের জন্য তাঁর বাড়িতে ডেকেছিলেন।

প্রিয়াঙ্কা তেলঙ্গানায় কংগ্রেসের পক্ষে প্রচারের সময় বলেছেন, “সেই সময়ে, ইন্দিরাজি খুব খুশি ছিলেন, তিনি পুরো টিমকে চায়ের জন্য বাড়িতে ডেকেছিলেন।” তাঁর দাদির জন্মবার্ষিকী উপলক্ষে প্রিয়াঙ্কা যোগ করেছেন, “আজ ইন্দিরাজির জন্মদিন এবং আমরা অবশ্যই আবার বিশ্বকাপ জিতব।” কংগ্রেস নেতা জয়রাম রমেশ ১৯৮৩ সালের বিজয়ী দলের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত সংবর্ধনার একটি ভিডিওও শেয়ার করেছেন। ভিডিওতে ইন্দিরা গান্ধীকে বিজয়ী দলের সঙ্গে করমর্দন করতে এবং তাদের সঙ্গে বিশ্বকাপ তুলে নিতে দেখা যায়। ১৯৮৩ সালে অধিনায়ক কপিল দেবের অধীনে ভারত দল প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিল দলটি। তখন ভারতীয় দলে ছিলেন, কপিল দেব, রজার বিনি, সুনীল গাভাস্কার, মহিন্দর অমরনাথ, কে শ্রীকান্ত, সৈয়দ কিরমানি, যশপাল শর্মা, মদন লাল, বলবিন্দর সিং সান্ধু, সন্দীপ পাতিল এবং কীর্তি আজাদ।

 

You may also like