মহানগর ডেস্ক: বিয়ের আগে প্রি-ওয়েডিং শ্যুট এখন ট্রেন্ড । অনেকেই এখন এই ট্রেন্ডে সকলেই গা ভাসান। নানা মনোরম জায়গাতে বহু বড় কনে তাঁদের প্রি-ওয়েডিং শ্যুট করে থাকে। কিন্তু কখনও কি শুনেছেন যে অপারেশন থিয়েটারে হয়েছে প্রি-ওয়েডিং শ্যুট। অবাক হচ্ছেন তো শুনে। কিন্তু আসলেই এমনটা হয়েছে।
কর্ণাটকের একটি হাসপাতালে একটি অপারেশন থিয়েটারে এক চিকিৎসক তাঁর বাগদত্তার সঙ্গে প্রি-ওয়েডিং শ্যুট শুটিং করার পরে তাঁর চাকরি হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার চিত্রদুর্গা জেলায়। শুটিংয়ের ভিডিওতে দেখা যাচ্ছে যে চিকিৎসক, যিনি চিত্রদুর্গা জেলার হাসপাতালে চুক্তিভিত্তিক কাজ করতেন তিনি তাঁর বাগদত্তার সঙ্গে একটি নকল অস্ত্রোপচার করছেন। ওটিতে চিকিৎসা সরঞ্জাম এবং ব্যাকগ্রাউন্ডে একটি সম্পূর্ণ আলোর সেটআপ দিয়ে সজ্জিত করা ছিল। ক্যামেরাপারসন এবং অন্যান্য টেকনিশিয়ানদের হাসতে শোনা গিয়েছে। শুধু তাই নয় যে ব্যক্তির উপর নকল অস্ত্রপ্রচার হচ্ছিল তাঁকেও কিছুক্ষণ পর উঠে বসে হাসতে দেখা গিয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার।