Home National নাক থেকে বেরলো ১৫০ খানা ছারপোকা !

নাক থেকে বেরলো ১৫০ খানা ছারপোকা !

চিকিৎসক যখন ক্যামেরা দিয়ে তাঁর নাকের ভিতর পরীক্ষা করছিলেন তখন তিনি নিজেই চমকে যান।

by Mahanagar Desk
15 views

মহানগর ডেস্কঃ এমন আজগুবি ঘটনা এর আগে আপনি হয়ত শোনেননি। এক ব্যক্তির নাক থেকে একটি-দুটি নয় গুনে গুনে ১৫০ খানা ছারপোকা বের করেছেন চিকিৎসক। এক ব্যক্তির নাক ও সাইনাসে মাত্রাতিরিক্ত ভাবে ছারপোকা জমেছিল। যার জেরে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির নিশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। চিকিৎকের কাছে গেলে ধরা পড়ে এই ঘটনা। শেষে চিকিৎসক চিকিৎসা করার পর, ১৫০ খানা ছারপোকা নাক থেকে বের করে আনার পর এখন ওই ব্যক্তি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়। এই ব্যক্তির গত বছরের অক্টোবর থেকে শরীরে সমস্যা শুরু হয়। ওই ব্যক্তি অনুভব করেন, যখন তিনি নিশ্বাস নিচ্ছেন তখন নাকে অসস্তি হচ্ছে । যখন ওই ব্যক্তি অতিরিক্ত কষ্ট পাচ্ছিলেন, নাক থেকে রক্ত ঝড়তে থাকে, তখন তিনি ঠিক করলেন চিকিৎসকের কাছে যাবেন। তারপর চিকিৎসক পরীক্ষা করার পর জানা যায় যে তাঁর মাথায় ছারপোকা ঢুকে আছে। তড়িঘড়ি সেগুলি বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

ঘটনা সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করেছেন ওই ব্যক্তি। তিনি জানান, “আমার মুখ ফুলে যেতে থাকে,ঠোঁট ঝুলে যায়। কথা বলতে অসুবিধা হচ্ছিল। অসস্তি অনুভব করছিলাম, এমনকি উঠে দাঁড়িয়ে বাথরুমেও যেতে পারছিলাম না। উঠে দাঁড়ালেই নাক দিয়ে রক্ত ঝরছিল। তারপর আর দেরি না করে সঙ্গে সঙ্গেই চিকিৎসকদের কাছে গেলাম। চিকিৎসা করানোর পর এখন স্বস্তি তে আছি।” চিকিৎসক যখন ক্যামেরা দিয়ে তাঁর নাকের ভিতর পরীক্ষা করছিলেন তখন তিনি নিজেই চমকে যান। কারণ, ব্যক্তির নাকের ভিতরে এমনকি সাইনাসে পর্যন্ত বাসা বেঁধে বসে আছে ডজন ডজন ছারপোকা। দেখা মাত্র চক্ষু চরক গাছ।

চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, “ছারপোকাগুলি প্রায় চোখ ও মাথার খুলি কাছে পৌঁছে গিয়েছিল, আরও কয়েকদিন দেরি করে এলে প্রাণে আর বাঁচানো তাকে সম্ভব হতোনা। কারণ যে হারে ছারপোকা গুলি বিস্তার ঘটাচ্ছিল আর কিছু দিন দেরি হলেই প্রাণঘাতী হতে পারত। এমন ঘটনা দেখে প্রথমে চিকিৎসক এর দল মিটিং করেন, তারপর চিকিৎসক ঠিক করেন যে প্রথমে ছারপোকার লার্ভাগুলো, সাকশন করে বের করা হবে। কিন্তু ছারপোকার বেশিরভাগ লার্ভা আকারে এতই বড় ছিল যে, তা সাকশনে সবকটি আসছিল না, এমন সময়ে চিকিৎসক ঠিক করলেন যে এবার নাক দিয়ে ছারপোকা টেনে বের করা হবে। তারপর সেই পরিকল্পনা মতো চিকিৎসক সেটাই করেন।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved