HomeNational"ভারত মাতা কি জয়'', স্লোগান দেবেন না,  কংগ্রেস বিধায়কের মন্তব্য ঘিরে শুরু...

“ভারত মাতা কি জয়”, স্লোগান দেবেন না,  কংগ্রেস বিধায়কের মন্তব্য ঘিরে শুরু বিতর্ক 

- Advertisement -

মহানগর ডেস্ক:  কংগ্রেসের দলীয় বৈঠক চলাকালীন “ভারত মাতা কি জয়” স্লোগান নিয়ে আপত্তি তুললেন কংগ্রেস বিধায়ক আরাধনা মিশ্র।   সোমবার জয়পুরে দলীয় মিটিং চলাকালীন পার্টি কর্মীদের “ভারত মাতা কি জয়” স্লোগান তুলতে বাধা দেন  বলেই অভিযোগ উঠেছে।  এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার জুড়ে ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।

জানা গিয়েছে যে, জয়পুরের সোমবার কংগ্রেসের একটি দলীয় বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক আরাধনা মিশ্র। আরাধনা মিশ্র কর্মীদের “ভারত মাতা কি জয়” এর পরিবর্তে কংগ্রেস সমর্থক স্লোগান দিতে বলেন। সেই সময় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এমনকি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় সেই বাকবিতণ্ডা। বিশৃঙ্খলা শুরু হলে দলীয় নেতাকর্মীরা স্লোগান দেন। এর পরে, আরাধনা মিশ্র ঘোষণা করেন, কোনও স্লোগান তোলা হবে না এবং কেউ স্লোগান দিলে তা শৃঙ্খলাহীন বলে বিবেচিত হবে। কিন্তু তাঁর ঘোষণার পর দলের কর্মীরা “ভারত মাতা কি জয়” স্লোগান দিতে শুরু করেন। সেই সময় কংগ্রেস বিধায়ক বলেন, কোনও স্লোগান তোলা হবে না। স্লোগান তুলতেই হলে তাদের কংগ্রেস সমর্থক হিসেবে স্লোগান তুলতে হবে।

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর আসরে নেমেছে বিজেপি। কংগ্রেসের তীব্র নিন্দা করেছে তারা। বিজেপির জাতীয় মুখপাত্র, শেজাদ পুনাওয়ালা টুইট করে বলেন, “আপনি যখন পার্টি, পরিবারকে জাতির উপরে রাখেন তখন এমনটা ঘটে। কংগ্রেস ভারত মাতা, ভারতের সেনা এবং ভারতের জনতা এবং ভারতের সংস্কৃতিকে অপমান করেছে, অপমান করার দীর্ঘ ইতিহাস রয়েছে৷  সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলা থেকে শুরু করে সনাতন ধর্মকে নির্মূল করার কথা বলা থেকে ভারতে বিদেশি হস্তক্ষেপের দাবি করা পর্যন্ত।”

 

Most Popular