Home National টিকিট কনফার্ম হওয়া নিয়ে আর ভাবতে হবে না! নয়া উদ্যোগ রেল কর্তৃপক্ষের

টিকিট কনফার্ম হওয়া নিয়ে আর ভাবতে হবে না! নয়া উদ্যোগ রেল কর্তৃপক্ষের

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: বাড়ি ফেরার তাড়ায় ছটপুজো উপলক্ষে প্ল্যাটফর্মে প্রবল ভিড়ের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।এক বছর চল্লিশেকের ব্যক্তির মৃত্যুও হয়েছে বিহারগামী ট্রেনে। এহেন অবস্থায় রেলের এক সূত্রের আশ্বাস, সকলের টিকিট কনফার্মড হবে ২০২৭ সালের মধ্যেই এদেশে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছেন, আগামী কয়েক বছরে রেলে নানা পরিবর্তন আসবে। ৩-৪ বছরের মধ্যে নতুন ৩ হাজার ট্রেন আসবে। বর্তমানে দেশে প্রতিদিন ১০ হাজার ৭৪৮টি ট্রেন চলে। তা বেড়ে ১৩ হাজারেরও বেশি হবে। এর ফলে রেলযাত্রীর বার্ষিক সংখ্যা ৮০০ কোটি থেকে বেড়ে ১ হাজার কোটি হবে। প্রতি বছরই ৪ থেকে ৫ হাজার কিমির রেললাইন নতুন করে পাতা হবে। ওই সূত্র এমনই আশার কথা শোনাচ্ছে।

শুধু এখানেই শেষ নয়!সফরের সময় আরও কমাতে মরিয়া রেল। সূত্রের আশ্বাস, প্রচুর রেললাইন পাতার পাশাপাশি ট্রেনের গতি বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। ট্রেন যাতে থামতে কম সময় নেয় এবং দ্রুত গতি বাড়াতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। দাবি সেরকমই। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কলকাতা ও দিল্লির মধ্যে চলাচলকারী ট্রেনের কথা। দাবি, এর ফলে সময় বাঁচানো সম্ভব প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved