মহানগর ডেস্ক: এক জঙ্গিকে সাহায্যকারী অভিযুক্তকে গ্রেফতারি এড়াতে সাহায্য এবং জঙ্গি তহবিলের ব্যাপারে তদন্তকারী এক পুলিশ অফিসারকে ফাঁসানোর অভিযোগে জম্মু-কাশ্মীরের এক ডেপুটি সুপারিনটেন্ডেন্টকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীরের পুলিশ (DSP Arrested In Kashmir)। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও আনা হয়েছে। শ্রীনগরে তাঁকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হলে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর গত জুলাই মাসে জঙ্গি সন্দেহে অভিযুক্তের ফোন কল খতিয়ে দেখে জানা গিয়েছে আদিল মুস্তাক নামে জঙ্গি ধৃত পুলিশ কর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছিল। অভিযোগ কীভাবে আইনকে ফাঁকি দিতে হবে, তা নিয়েও পরামর্শ দিয়েছিলেন ওই পুলিশ কর্তা। এক প্রবীণ পুলিশ অফিসার জানিয়েছেন আদিল অভিযুক্ত পুলিশ কর্তার সঙ্গে টেলিগ্রাম অ্যাপে ধৃত পুলিশ কর্তার সঙ্গে কথা বলতো। তার সঙ্গে চ্যাটও করতো।
ওই পুলিশ কর্তা আদিলকে কীভাবে গ্রেফতারি এড়ানো সম্ভব এবং আইনি সাহায্য পাওয়া যাবে, তা নিয়ে পরামর্শ দিতেন। কমপক্ষে চল্লিশটি ফোন কল হয়েছে দুজনের মধ্যে বলে জানা গিয়েছে। প্রযুক্তিগত প্রমাণ ও অর্থ লেনদন সংক্রান্ত প্রমাণের ভিত্তিতে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। এক অফিসার জানিয়েছেন আদিল জঙ্গি তহবিল নিয়ে তদন্তকারী এক পুলিশ অফিসারকে ফাঁসানোর চেষ্টা করেছিল।
ওই ঘটনায় তিন অভিযুক্তকে গত ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়েছিল। একজন এখনও ফেরার। সূত্রের খবর ধৃত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট জঙ্গি কার্যকলাপে অভিযুক্তের মিথ্যে অভিযোগের খসড়াও তৈরি করে দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে জঙ্গি মুজামিল জাহুরের ঘনিষ্ঠ আদিল মুস্তাক অভিযুক্তের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিল। জাহুর সোপোরে ভুয়ো নথি দিয়ে লস্করের তহবিলের জন্য একটি অ্যাকাউন্ট খোলে। গত জুলাইয়ে মুজাম্মিল গ্রেফতার হওয়ার আগে সে জঙ্গি তহবিল নিয়ে তদন্তকারী এক পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তদন্তে দেখা যায় সমস্ত অভিযোগেরই খসড়া ধৃত পুলিশ কর্তা করে দিয়েছিলেন।