Home National দিল্লিতে বাইডেনের জন্য ‘দ্য বিস্ট’ গাড়ি! ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে রাজধানী

দিল্লিতে বাইডেনের জন্য ‘দ্য বিস্ট’ গাড়ি! ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে রাজধানী

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যোগ দেবেন জি ২০ সম্মেলনে। নয়া দিল্লিতে থাকাকালীন বাইডেন মার্কিন প্রেসিডেন্টের জন্য বিশেষ ভাবে তৈরি রয়েছে ‘দ্য বিস্ট’ গাড়ি। বোয়িং C-17 গ্লোবমাস্টার III বিমাne চড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা হচ্ছে এই গাড়িটিকে। ‘দ্য বিস্ট’ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ হিসেবে বিবেচিত বুলেটপ্রুফ গাড়ি। মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পাহারায় রাখা হবে এই গাড়ি।

আইটিসি মৌর্য শেরাটনে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনকে স্বাগত জানাতে ইতিমধ্যেই আইটিসি মৌর্য শেরাটনে চরমে প্রস্তুতি। এই হোটেলে এর আগে বহু প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট থেকেছেন। বাইডেন ও তাঁর সঙ্গে থাকা প্রশাসনিক প্রতিনিধিদের জন্য মোট ৪০০ টি রুম বুক করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে ১৪ তম তলায় তার দুই বেডরুমের গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল স্যুট চাণক্যতে রাখা হচ্ছে। তাঁকে সেই স্যুটে নিয়ে যাওয়ার জন্য আলাদা লিফ্টের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: Cheapest Millionaire: খরচ বাঁচাতে পোষা বেড়ালের খাবার খান লাস ভেগাসের এই কোটিপতি টিভি তারকা ও বেস্ট সেলার লেখিকা

এদিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। কারণ বাইডেন আসছেন বলে কথা। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের সব থেকে বাইরের স্তরে থাকবে আধাসামরিক বাহিনী, দ্বিতীয় স্তরে থাকবে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো এবং সবচেয়ে ভিতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের গোপন আধিকারিকরা।

বাইডেনে ভারতে সফর চলাকালীন সময়ে দিল্লির উপর কড়া নজরদারির জন্য বায়ুসেনা এবং ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার আকাশ পথে চক্কর দেবে। সেনাবাহিনী এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো থাকবেন হেলিকপ্টারগুলিতে। দিল্লির বহুতল ভবনগুলিতে এনএসজি এবং সেনা স্নাইপারদের মোতায়েন করা হবে। থাকছেন দিল্লি পুলিশও। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন চলাচলে বাধা দেবে এমন প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।

You may also like