Home National দিল্লীর আবগারী দুর্নীতিতে কেসিআর-কন্যা কবিতাকে গ্রেফতার করল ইডি

দিল্লীর আবগারী দুর্নীতিতে কেসিআর-কন্যা কবিতাকে গ্রেফতার করল ইডি

by Sibapriya Dasgupta
30 views

মহানগর ডেস্ক : তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কে চন্দ্রশেখর রাওয়ের বা কেসিআর কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতি বিআরএস-র বিধান পরিষদ সদস্য কে কবিতাকে গ্রেফতার করল ইডি। তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, শুক্রবার দুপুর থেকে কবিতার হায়দরাবাদের বাড়িতে শুরু হয় ইডির তল্লাশি অভিযান। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দুর্নীতির অভিযোগে কবিতাকে ইডি গ্রেফতার করেছে। তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য।

গত বছর কবিতাকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তবে সম্প্রতি তিনি ইডির তলব এড়িয়ে যাচ্ছিলেন। এই মামলার চার্জশিটে ইডির অভিযোগ, দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মদ সংক্রান্ত নীতির ভারপ্রাপ্ত মন্ত্রী মণীশ সিসৌদিয়া আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে যে ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন কবিতা তার ৬৫ শতাংশের মালিক!

গত ডিসেম্বরে মণীশ সিসৌদিয়ার ঘনিষ্ঠ হিসাবে অমিত আরোরা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ইডি। সূত্রের খবর, তখনই ইডি জানতে পারে এই মামলায় যুক্ত রয়েছেন কেসিআর কন্যা কবিতা। এই বিষয়ে পরবর্তী কালে তদন্ত এগোলে জানা যায়, কবিতার দু’টি ফোনে অন্তত ১০ বার “আন্তর্জাতিক মোবাইল ইক্যুইপমেন্ট পরিচিতি” বদল করা হয়েছে। সেই সময়ে কবিতাকে জেরা করেছিল দিল্লি মদকাণ্ডের আর এক তদন্তকারী সংস্থা সিবিআই। এবার সেই আবগারী দুর্নীতিতে কেসিআর কন্যাকে গ্রেফতার করল ইডি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved