মহানগর ডেস্ক, কলকাতা: দুর্নীতি কাণ্ডে গত ৩ অক্টোবর ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু দিল্লিতে তৃণমূলের বিরাট কর্মসূচির কারণে সেদিন ইডি দপ্তরে উপস্থিত হতে পারেননি অভিষেক। এই নিয়ে বিজেপিকে রীতিমতো তুলোধনা করেছিলেন অভিষেক। গত ২ অক্টোবর দিল্লিতে চলে গিয়েছিলেন তিনি। সুতরাং ৩ অক্টোবর কেন্দ্রীয় সংস্থার দপ্তরে হাজিরা এড়ানোর পর ফের নিয়োগ মামলায় তলব করা হল অভিষেককে।
ইডি সূত্রে খবর, অভিষেকের পাশাপাশি নোটিস পাঠানো গিয়েছে তাঁর স্ত্রী রুজিরাকেও। এই প্রথমবার নিয়োগ মামলায় এই প্রথমবার অভিষেকের স্ত্রীকে তলব করা হল। আগামী ৯ অক্টোবর ইডির ডাক পড়েছে বলে খবর। এছাড়া ৬ ও ৭ অক্টোবর হাজিরা দেওয়ার কথা রয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেওয়ার পরেই অভিষেকের কাছে নোটিস পাঠায় ইডি। গত মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা থাকলেও দিনভর দিল্লিতে দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকায় হাজিরা এড়িয়ে যান তিনি। তবে এবার আর রেহাই নেই, আগামী ৯ অক্টোবর তাঁকে ইডির দপ্তরে হাজিরা দিতেই হবে। অভিষেক ৩ অক্টোবর হাজিরা না দেওয়ার কারণে ডিভিশন বেঞ্চে একটি মামলা করেন। এরপরই অভিষেককে ফের নোটিস দেওয়া হয়।
আগামী ১০ অক্টোবর নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতে রিপোর্ট জমা দেবে ইডি। তাই আগের দিনই তলব করা হল অভিষেককে। তবে এবার তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে নিশ্চয়তা রয়েছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরেই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে এক সংস্থার নাম মামলায় জড়িয়ে যায়। এরপর সেই অফিসে তল্লাশিও চালায় ইডি। এরপর হাইকোর্ট ওই সংস্থার শীর্ষকর্তাদের সম্পত্তির হিসেব চায় এবং প্রশ্ন করেন, সংস্থার ডিরেক্টর বা অন্যান্য পদাধিকারীদের তলব কেন করা হচ্ছে না? এরপরেই ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন অভিষেক।