Home National আসল নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রাম লালা’র মুখ, কারণ জানালেন মন্দিরের প্রধান পুরোহিত

আসল নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রাম লালা’র মুখ, কারণ জানালেন মন্দিরের প্রধান পুরোহিত

by Shreya Maji
23 views

 মহানগর ডেস্ক:  মন্দিরে বসানো হয়েছে রাম রালার মূর্তি। সেই ছবি সামে এসেছে। তবে শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস আজ বলেছেন যে ‘প্রাণ প্রতিষ্টা’র আগে রাম লালা মূর্তির চোখ প্রকাশ করা যাবে না। শ্রী রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অরুণ যোগীরাজের দ্বারা  নির্মিত মূর্তিটি মন্দিরের গর্ভগৃহের ভিতরে স্থাপন করা হয়েছে বৃহস্পতিবার। একটি ঘোমটা দিয়ে আবৃত, মূর্তিটির প্রথম ছবি বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন অনুষ্ঠানের সময় প্রকাশিত হয়েছিল।

তবে রাম লল্লার মূর্তির ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে।  আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, “প্রাণ প্রতিষ্ঠা শেষ হওয়ার আগে ভগবান রামের মূর্তির চোখ প্রকাশ করা যাবে না। যে মূর্তিটিতে ভগবান রামের চোখ দেখা যায় সেটি আসল মূর্তি নয়। যদি চোখ দেখা যায়, তাহলে কে চোখ প্রকাশ করেছে এবং কীভাবে প্রতিমার ছবি ভাইরাল হচ্ছে তা তদন্ত হওয়া উচিত। সব প্রক্রিয়া যথারীতি সম্পন্ন করা হবে। তবে ‘প্রাণ প্রতিষ্টা’ না হওয়া পর্যন্ত রাম লালার চোখ প্রকাশ করা হবে না।”

তিনি শ্রী রাম লালার তাঁবু মূর্তি মন্দিরে নিয়ে যাওয়ার পদ্ধতি সম্পর্কেও কথা বলেছেন। বলেছেন,  “এটি মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে, যেখানে নতুন মূর্তি স্থাপন করা হবে। এর জন্য কোনও শুভ সময়ও নেই। যখন নতুন কিছু করতে হবে তখন একটি শুভ সময় পূর্বাভাস দেওয়া হয়। এটি একটি পদ্ধতি।”  আচার্য দাস আরও বলেন, “প্রশ্ন হল কে মন্দিরে প্রতিমা নিয়ে যাবে। এর আগে মুখ্যমন্ত্রী তাঁবু থেকে অস্থায়ীভাবে নির্মিত মন্দিরে প্রতিমা নিয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী যোগী নিজেই মন্দিরে প্রতিমা নিয়ে যেতে পারেন।”

উল্লেখ্য, ১৯৯২  সালে  যখন ‘কর সেবক’রা বাবরি মসজিদ ভেঙ্গে দিয়েছিল, তারা ধ্বংসের জায়গায় একটি তাঁবুতে শ্রী রাম লালার একটি ছোট মূর্তি স্থাপন করেছিল এবং একই পূজা শুরু করেছিল।  শ্রী রাম লালার ‘তাঁবুর মূর্তি’-এর ইতিহাস ১৯৪৯ সাল থেকে যখন কিছু হিন্দু নেতা বাবরি মসজিদের ভিতরে মূর্তিটি রেখেছিলেন। পরে দাবি করা হয় যে ভগবান রাম নাকি নিজেই মসজিদে হাজির হয়েছিলেন।  এদিকে, শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত ‘অনুষ্ঠান” পদ্ধতি সম্পর্কে কথা বলেছেন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘প্রাণ প্রতিস্থা’ দিবস উপলক্ষে পালন করছেন। তিনি বলেছেন, “যে ব্যক্তি ‘অনুষ্ঠান’ করে তাকে মেঝেতে ঘুমাতে হবে, মিথ্যা কথা  বললে হবে না, ‘গায়ত্রী মন্ত্র’-এর মতো মন্ত্র পড়তে হবে, একটি পাতায় খেতে হবে এবং ‘ব্রহ্মচর্য’ অনুসরণ করতে হবে”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved