মহানগর ডেস্ক : শহরে জাল নোটের রমরমা! জমে উঠেছে ব্যবসা! পর্দা ফাঁস করল পুলিশ। ঘটনাস্থল বিশাখাপত্তনম।
বিশাখা সিটি পুলিশের ডিসিপি মেকা সত্তবাবু জানিয়েছেন, ভাস্করা রাজু, মাদালা শ্রীনিবাস নামে দুই ব্যক্তি কাকানি নগরে জাল নোটের কারবার করাকালীন ধরা পড়েছে। তদন্তে উঠে এসেছে যে ভাস্করা রাজু সম্প্রতি আন্নাভারম থেকে গণি রাজু নামে ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন এই জাল নোটের কারবারের সূত্রেই।
জানা যায়, ভাস্কর রাজু প্রথমে একটি আনাভারম পানের দোকান থেকে সিগারেট কিনেছিলেন। তারপর জাল নোটের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ৩ কোটি টাকার জাল নোটের জন্য ৩০ লক্ষ টাকার একটি চুক্তি করে। জাল নোটগুলি তরলে ডোবানো অবস্থায় আসল নোটের মতোই দেখতে লাগে। অভিযুক্তদের কাছ থেকে তিন কোটি টাকার জাল নোট, তিনটি মোবাইল ফোন,একটি গাড়ি সহ বিপুল পরিমাণ নগদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ৪৮৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশে তৃতীয় অবিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে।