Home National ফের উত্তপ্ত দিল্লি, কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা আন্দোলনকারী কৃষকদের

ফের উত্তপ্ত দিল্লি, কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা আন্দোলনকারী কৃষকদের

by Mahanagar Desk
18 views

মহানগর ডেস্কঃ কৃষক আন্দোলন নিয়ে বর্তমানে উতপ্ত দিল্লি সীমান্ত। এরমধ্যেই ফের অশান্তি শুরু হয়েছে সেখানে। এদিন সীমান্তে আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্গ করতে সেখানে প্রতিরোধ গড়ে পুলিশ৷ যদিও পঞ্চম বারের মতো কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রীর তরফ থেকে কৃষকদের আলোচনায় ডাকা হয়েছে৷ এ বিষয়ে অর্জুন মুন্ডা বলেছেন, ‘চতূর্থবারের বৈঠকের পর কেন্দ্রীয় সরকার আপাতত বিদ্রোহী কৃষকদের নিয়ে পঞ্চম সভায় এমএসপি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত৷ আমি সমস্ত কৃষক নেতাদের আলোচনায় ডাকছি ও শান্তি বজায় রাখতে আবেদন জানাচ্ছি৷’

আজ, বুধবার সকালে আন্দোলন শুরু করে কৃষকেরা, সঙ্গে ছিল বেশ কয়েকটি ট্রাক্টর৷ কৃষক নেতাদের পক্ষ থেকে সরওয়ান সিং পান্ধের বলেন, ‘আমরা ঠিক করেছি, কৃষকদের মধ্যে যুবক-যুবতীরা আর আগে যাবেন না৷ আমাদের নেতারা আগে যাবেন, তাঁরা শান্তিপূর্ণ পথে এগিয়ে যাবেন৷ এই সবই শেষ হবে যদি কেন্দ্রীয় সরকার ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে একটি সিদ্ধান্ত নেয়৷’ অপরদিকে হরিয়ানা পুলিশের পক্ষ থেকে আপাতত শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়৷ পুলিশের পক্ষ থেকে বলা হয় আন্দোলনে যেন কোনও বড় অস্ত্র বা অন্য কোন কিছু ব্যবহার না করা হয়৷ তবে এ বিষয়ে আন্দোলনকারীদের কাছে কোনও খবর পৌছয়নি বলেই জানায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। এদিন তিনি প্রাথমিক ভাবে আলোচনা ডাকার বেশ কিছুক্ষণ পর বলেন, ‘কোনও তথ্য এখনও কৃষকদের তরফ থেকে এসে পৌঁছয়নি৷ আমরা আবেদন করছি, আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যেতে হবে৷ সরকারও এর একটি স্থায়ী সমাধান চায়৷’

এ বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘আমরা এখনই সরাসরি ঘোষণা করছি, কৃষকদের সমস্ত ন্যায্য দাবি এখনই মেনে নেওয়া উচিত৷ আমাদের নির্বাচনী ইস্তাহারেও এই বিষয়টি থাকবে ও আমরা এর নিশ্চয়তা দেব৷ সমস্ত শষ্যকে হয়ত এর আওতায় আনা যাবে না, কিন্তু আবশ্যিক পণ্যগুলিকে অবশ্যই আনা উচিত৷’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved