মহানগর ডেস্ক, গাজিয়াবাদ: এবার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে তাঁর দুই কন্যা। প্রায় ৪ বছর ধরে ৪০ বছর বয়সী ব্যক্তিটি তাঁর দুই নাবালিকা কন্যাকে অবিরত ধর্ষণ করছেন বলে অভিযোগ। এমনকী তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, মেয়েরা আপত্তি জানালেও তিনি তাঁদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন, এবং তাঁদের মেরে ফেলার হুমকি দিতেন। অবশেষে সোমবার ব্যক্তিটিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
সূত্রের খবর, সম্প্রতি স্কুলে গিয়ে মেয়ে দুটি মানসিক আঘাত পেয়ে কান্নাকাটি শুরু করেন এবং ক্লাসেও দিনের পর দিন দেরি করে ঢুকছিলেন। মেয়ে দুটির বয়স যথাক্রমে ১৫ এবং ১৭ বছর।
এরপর মেয়ে দুটির করুন অবস্থা দেখে একজন শিক্ষক বড় বোনের কাছে তাঁদের স্কুলে দেরি করে আসার কারণ জানতে চাইলে মেয়েটি শিক্ষকের কাছে কাঁদতে কাঁদতে তাঁদের দুর্দশার কথা জানায়, এরপরেই ওই শিক্ষক পুলিশের কাছে তাঁদের বাবর কীর্তির সমস্ত ঘটনা জানান। বোনেরা শিক্ষিকাকে জানিয়েছিলেন, স্কুল ছাড়ার পর মা কাজ থেকে ফিরে না আসা পর্যন্ত তাঁরা পার্কে বসে থাকত। তাঁদের বাবা অনেক দিন ধরে বেকার এবং তাঁদের মা ছিলেন একমাত্র উপার্জনকারী। তাই মায়ের অনুপস্থিতিতে ওই ব্যক্তি দিনের পর দিন মেয়েদের উপর শারীরিক অত্যাচার চালিয়ে গিয়েছে। এতদিন মেরে ফেলার হুমকির ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি তাঁরা। মাসুরির এসিপি নরেশ কুমার জানান, অভিযুক্তকে রবিবার গ্রেফতার করা হয়েছে।