Home National বিশ্বকাপের ফাইনাল দেখার সময় টিভি বন্ধ করে দেওয়ায় ছেলেকে হত্যা বাবার

বিশ্বকাপের ফাইনাল দেখার সময় টিভি বন্ধ করে দেওয়ায় ছেলেকে হত্যা বাবার

by Mahanagar Desk
29 views

মহানগর ডেস্ক: গত ১৯ নভেম্বর হয়েছে বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল। এবার বিশ্বকাপের প্রথম থেকেই ভারতের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। কিন্তু ফাইনালে উঠেও অজি বাহিনীদের কাছে ভারতের চূড়ান্ত হার এখনও যেন ভুলতে পারছেন না দেশবাসী। বিশেষ করে দেশের মাটিতেই দেশের পরাজয় নিয়ে খেলোয়াড়দের পাশাপাশি মন কাঁদছে দেশবাসীদেরও। বিষয়টি নিয়ে আগুনে আরও ঘি ঢালছে সোশ্যাল মিডিয়া। সেদিন ৬ উইকেটে ভারতকে হারিয়ে ৬ বার বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অনেকের কাছেই একটি ইমোশনের জায়গা। তাই ইমোশনকে নিয়ন্ত্রণ না করতে পেরে গতকালই পশ্চিমবঙ্গের এক ক্রিকেটপ্রেমী নিজের গলায় ফাঁস দিয়েই আত্মঘাতী হয়েছেন। এবার প্রকাশ্যে এলো আরও একটি চমকপ্রদ খবর।

উত্তরপ্রদেশের কানপুরে এক ব্যক্তি তাঁর বাড়িতে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালীন টিভি বন্ধ করা নিয়ে ছেলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। ইতিমধ্যেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। রবিবার ঘটনাটি ঘটেছে, যখন ভুক্তভোগী দীপক নিষাদ তাঁর বাবা গণেশ প্রসাদকে প্রথমে রাতের খাবার তৈরি করে তারপর ম্যাচ দেখতে বলেছিল। কিন্তু গণেশ সেই সময় টিভিতে ম্যাচ দেখতে মগ্ন ছিলেন। তখন তাঁর দৃষ্টি আকর্ষণ না করায় ক্ষুব্ধ হয়ে দীপক টিভি বন্ধ করে দেন, ফলে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। পরে কথা কাটাকাটি শারীরিক হাতাহাতিতে পরিণত হয়। তখন গণেশ তাঁর ছেলেকে বৈদ্যুতিক তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

অপরাধের পর সে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও কানপুর পুলিশের হাতে ধরা পড়ে। চাকেরি থানার ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার (এসিপি) ব্রিজ নারায়ণ সিং বলেছেন, প্রাক্তন মদ্যপানের অভ্যাস নিয়ে দীপক ও গণেশের মধ্যে প্রায়শই ঝগড়া লেগেই থাকত। ক্রিকেট ম্যাচ দেখা নিয়ে বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কারণ। এখন অভিযুক্তকে হেফাজতে পাঠানো হয়েছে এবং নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

You may also like