Home National সাত সকালে দিল্লি AIIMS-এ ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে টতস্থ রোগীরা

সাত সকালে দিল্লি AIIMS-এ ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে টতস্থ রোগীরা

by Shreya Maji
37 views

মহানগর ডেস্ক:   সাত সকালে অগ্নিকান্ড। বৃহস্পতিবার সকালে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে(AIIMS) আগুন লেগেছে বলেই খবর পওয়া গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।  কালো ধোঁয়ায় ঢেকেছে চতুর্দিক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭টি ইঞ্জিন।

 অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং  অগ্নিকাণ্ডে কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। দমকল কর্তারা জানিয়েছেন, ভোর ৫.৫৯ মিনিটে তাঁরা ফোন পায় এবং সাতটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে ছুটে যায়। সকাল ৬.২০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তাঁরা। দিল্লি ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে, হাসপাতালের দ্বিতীয় তলায় টিচিং ব্লকে ডিরেক্টরের অফিসের ভিতরে আগুন লাগে। দিল্লি ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে, হাসপাতালের দ্বিতীয় তলায় টিচিং ব্লকে ডিরেক্টরের অফিসের ভিতরে আগুন লাগে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতি হয়েছে বলেই খবর মিলেছে। হাসপাতালের বহু জিনিস পুড়ে গিয়েছে। বহু টাকার ক্ষতক্ষতি হয়েছে। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। সকলে নিরাপদে রয়েছেন। পরিস্থিতি হাতের মধ্যেই রয়েছে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

You may also like