মহানগর ডেস্ক: ষষ্ঠীতে ঘটলো অঘটন।ফের আরও এক দুর্ঘটনার নজির।বোলপুরের মধ্যবর্তী বাজার এলাকায় পুড়ে ছাই দর্জির দোকান। ভস্মীভূত প্রায় কয়েক লক্ষ টাকার পোশাক। পুজোর মধ্যেই এমন ঘটনা হয়ে উঠেছে বহু মানুষের মন খারাপের কারণ।এমনিতেই পুজোর মরশুমে বিভিন্ন ধরনের খরচ থেকে থাকে। তারই মধ্যে এমন ঘটনা সত্যিই দুঃখজনক।
আচমকাই স্থানীয়রা শুক্রবার সকালে দেখতে পান ওই দোকান ঘরটিতে আগুন জ্বলছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে ছাই দোকানপাট। পোশাকও ভস্মীভূত। দোকানে প্রায় কয়েক লাখ টাকারও বেশি জিনিসপত্র ছিল বলেই দাবি দোকান মালিকের। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
দোকান মালিক রাজি আহমেদ বলেন, “পুজোর জন্যই প্রচুর জামা কাপড় বানানোর অর্ডার নেওয়া হয়েছিল। ডেলিভারি দেওয়ার আগেই অঘটন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পোশাক।” এই ঘটনায় ইতিমধ্যেই বোলপুর থানার অভিযোগ দায়ের করেছে দোকান কর্তৃপক্ষ। পুলিশ ও দমকল, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে।