Home National প্রথম দফা ভোটের মনোনয়ন জমা শুরু আজ থেকে

প্রথম দফা ভোটের মনোনয়ন জমা শুরু আজ থেকে

by Sibapriya Dasgupta
49 views

মহানগর ডেস্ক : জাতীয় <span;>নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি জারি করেছে। পাশাপাশি প্রথম দফা ভোটের মনোনয়ন প্রক্রিয়াও শুরু হচ্ছে ২০ মার্চ থেকে।

২০১৯ সালের সাধারণ নির্বাচনের মতো এবারও সাত দফায় ভোট হচ্ছে। প্রার্থীরা ২০ মার্চ অর্থাৎ আজ থেকে প্রথম দফার মনোনয়ন জমা দেবেন। প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। প্রথম দফায় দেশের মোট ২১টি রাজ্যের ১০২টি লোকসভা আসনে ভোট হবে। এর মধ্যে<span;> পশ্চিমবঙ্গে, ১৯ শে এপ্রিল, শুক্রবার, প্রথম দফা ভোট গ্রহণ করা হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে।

এছাড়াও প্রথম দফায় ১৯ এপ্রিল, <span;>উত্তরপ্রদেশের আটটি আসনেও প্রথম দফায় ভোট হবে। তামিলনাড়ুর ৩৯টি, রাজস্থানের ১২টি এবং মধ্যপ্রদেশের ৬টি লোকসভা আসনেও ভোট হবে।

প্রথম দফার মনোনয়ন প্রক্রিয়া চলবে ২৭ মার্চ পর্যন্ত। তবে বিহারে মনোনয়ন প্রক্রিয়া চলবে ২৮ মার্চ পর্যন্ত। যেখানে প্রার্থীরা ৩০ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।  বিহারে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ হবে ২রা এপ্রিল। প্রথম দফায় দেশের মোট ১০টি রাজ্যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রথম দফার ভোট হবে আন্দামান নিকোবর, লক্ষাদ্বীপ, পুদুচেরি, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, মিজোরাম, ছত্তিশগড় এবং জম্মু ও কাশ্মীর থেকে একটি করে লোকসভা আসনে ভোট হবে। মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশের দুটি করে আসনের জন্য ভোট হবে। এছাড়া মধ্যপ্রদেশের ৬টি, মহারাষ্ট্রের ৫টি, বিহারে ৪টি, রাজস্থানের ১২টি, তামিলনাড়ুর ৩৯টি, উত্তরাখণ্ডের ৫টি, উত্তর প্রদেশের ৮টি এবং পশ্চিমবঙ্গে মোট ৩টি আসনে ভোট হবে।।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved