Home National লোকসভার আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান

লোকসভার আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান

by Shreya Maji
27 views

মহানগর ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বড় চমক। রবিবার বিজেপিতে যোগ দিলেন ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে তিনি দলে যোগ দেন।

আরকেএস ভাদৌরিয়া  ২০২১ সালের সেপ্টেম্বরে চাকরি থেকে অবসর নিয়েছিলেন। বর্তমানে বায়সেনার প্রধানের পদে রয়েছেন   বিবেক রাম চৌধুরী। দেশের প্রাক্তন বায়ুসেনার এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একই দিনে ওয়াইএসআর কংগ্রেসের ভারপ্রসাদ রাও বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর বিনোদ তাওড়ে  বাহিনীতে ভাদৌরিয়ার দীর্ঘ সেবার প্রশংসা করেছেন এবং আস্থা প্রকাশ করেছেন যে তিনি আইএএফ-এ তার বছরের দীর্ঘ ভূমিকার পরে রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়ভাবে অবদান রাখবেন।
আরকেএস ভাদৌরিয়া উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপি এখনও রাজ্যের অনেক আসন থেকে প্রার্থীর নাম ঘোষণা করেনি। প্রাক্তন এই বায়সেনা প্রধানকে কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
চিনে নিন কে এই  রাকেশ কুমার সিং ভাদৌরিয়া  (RKS Bhadauria) 
ভাদৌরিয়া ১৯৮০ সালের জুন মাসে ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রীমে যোগদান করেন। তাঁর   বিশিষ্ট কর্মজীবনে, সবচেয়ে  উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি হল  ২০১৬  সালে ফ্রান্সের  সঙ্গে  ৩৬টি মাল্টি-রোল রাফালে যুদ্ধবিমানগুলির জন্য ৫৯,০০০ কোটি টাকার চুক্তির জন্য বাণিজ্যিক আলোচনার নেতৃত্ব দেওয়া। আইএএফ-এ  তাঁর প্রায় ৪০  বছরের কর্মজীবনে, ভাদৌরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত কর্মসূচিতে অবদান রেখেছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved