Home National প্রেসিডেন্সি জেলের মেঝেতে শুয়ে প্রথম রাত কাটল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র

প্রেসিডেন্সি জেলের মেঝেতে শুয়ে প্রথম রাত কাটল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র

by Mahanagar Desk
9 views

মহানগর ডেস্ক: দিন কয়েক আগেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হন রেশন দুর্নীতি মামলায়। তাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে গ্রেফতার হওয়ার পর থেকে জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে রাখা হয়েছিল হাসপাতালে। হাসপাতাল থেকে তাকে প্রেসিডেন্সি জেলে আনা হয় রবিবার। আর রবিবারই প্রেসিডেন্সি জেলে তার প্রথম রাত কাটে।

আর বাকি পাঁচটি আসামির মতোই রাখা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে।প্রাক্তন খাদ্যমন্ত্রীকে শুতে হয়েছিল নীচে কম্বল পেতে।পুলিশ কমিশন সূত্র জানিয়ে দেওয়া হয়েছে, আদালতের তরফে জ্যোতিপ্রিয় মল্লিককে খাট দেওয়া সংক্রান্ত কোন নির্দেশ না দিলে তাকে এমন করেই মেঝের উপরে কম্বল পেতে শুতে হবে। কিন্তু, জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অসুস্থতার কথা চিন্তা করে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে তাঁর ডায়েট অনুযায়ীই খাবার দেওয়া হচ্ছে।

জ্যোতিপ্রিয় মল্লিককে প্রেসিডেন্সি জেলের সেল নাম্বার পয়লা বাইশে থাকতে দেওয়া হয়েছে।তবে বলে রাখি, পুলিশ কমিশন সব থেকে বেশি নিরাপত্তার ব্যবস্থা রাখেন এই সেলে। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে একটি ভালো ব্যাপার হল যে তাকে কারো সাথে জেলের সেল শেয়ার করে থাকতে হচ্ছে না। আর এই সেই পয়লা বাইশ সেল,যেখানে রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত একাধিক অভিযুক্তরা থেকে গিয়েছেন। একাই থাকছেন তিনি।

আরেকটি বিষয় হল, জ্যোতিপ্রিয় মল্লিককে বাকিদের মতোই ভাগাভাগি করে থাকতে হবে প্রেসিডেন্সি জেলে। অর্থাৎ, জেলের মধ্যে যদি একটি খবরের কাগজের আনাগোনা ঘটে তবে সেই খবরের কাগজটি আর বাকি ১০ জনের হাত ঘুরে তবেই তার কাছে আসবে। এছাড়াও প্রেসিডেন্সি জেলের সেলের মধ্যে টিভির কোনও পরিষেবা নেই প্রাক্তন রেশন মন্ত্রীর জন্য।

You may also like