শ্রীনগর: সাতসকালে বিপর্যয় উপত্যকায়। বানিহালের কাছে জম্মু কাশ্মীর জাতীয় সড়কে ধস। পাহাড় থেকে কয়েকটি বিশাল পাথরের চাঁই আছড়ে পড়ে একটি ট্রাকের উপর। ঘটনার জেরে মঙ্গলবার ভোরে ট্রাক চালক সহ ৪ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধারকার্যের ভিডিও টুইট করেন রামবান জেলার পুলিশের ডেপুটি কমিশনার। ওই জেলার বানিহালের শেরবিবি এলাকা দিয়ে গবাদি পশু বোঝাই একটি ট্রাক শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশ্যে যাচ্ছিল। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার মধ্যে পড়ে ট্রাকটি। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক।
ধসের কবলে পড়ে কয়েকশো ফুট গভীরে পড়ে যায় ট্রাকটি। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে দ্রুত চেষ্টা শুরু করেছে পুলিশ। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ায় ৪৪ ন্মবর জাতীয় সড়ক ধরে যাতায়াত করছে জম্মু-শ্রীনগরগামী গাড়ি।