Home National বহুতলের গ্রাউন্ড ফ্লোরে ভয়াবহ আগুন, শ্বাসরোধ হয়ে মৃত ৯ মাসের শিশু সহ ৪

বহুতলের গ্রাউন্ড ফ্লোরে ভয়াবহ আগুন, শ্বাসরোধ হয়ে মৃত ৯ মাসের শিশু সহ ৪

by Shreya Maji
44 views

মহানগর ডেস্ক:  শুক্রবার দিল্লির শাহদারা এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  অগ্নিকাণ্ডে ৯ মাস বয়সী একটি মেয়ে সহ  ৪ জনের শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। ঘটনায়  দুজন আহত  হয়েছে বলেই পুলিশ জানিয়েছে।

ফায়ার কর্মকর্তারা জানিয়েছেন, শাহদারা এলাকার একটি বাড়িতে আগুন লাগার বিষয়ে বিকেল ৫টা ২২ মিনিটে একটি কল আসে।দিল্লি ফায়ার সার্ভিসেস ( ডিএফএস) প্রধান অতুল গর্গ বলেছেন,  “পাঁচটি ফায়ার টেন্ডার  ঘটনাস্থলে  পৌঁছায় এবং সন্ধ্যা  ৬:৫৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। বিল্ডিংয়ের নিচতলায় একটি বাড়িতে রাখা রাবার সামগ্রী এবং একটি রাবার কাটার মেশিনে আগুন লেগেছিল।”  পুলিশ ও দমকল কর্মীরা  অই বাড়ি থেকে ৬ জনকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে নিয়ে যান। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভবনে আগুন লাগার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুসহ আরও তিনজনকে উদ্ধার করে। যাদের উদ্ধার করা হয়। আহতরা অর্ধ-চেতন অবস্থায় ছিল এবং তাদের দ্রুত জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন।   ২৮ এবং ৪০ বছর বয়সী দুই মহিলা,  ৯ মাস বয়সী একটি মেয়ে এবং একটি ১৭ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। আরও ২ জনের চিকিৎসা চলছে।

You may also like