মহানগর ডেস্ক: দেশে প্রতারণামূলক ধর্মান্তর ( Fraudulent Conversion) বন্ধে পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া নিয়ে আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বুধবার আর্জি খারিজ করতে গিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ প্রশ্ন তোলে কেন তারা এ ধরণের বিষয়ে নাক গলাবে। কীভাবেই বা আদালত সরকারকে একটি জনস্বার্থ সংক্রান্ত নির্দেশ জারি করতে পারে।
এদিন কর্ণাটকের জনস্বার্থ মামলাকারীর তরফে আইনজীবী আদালতে জানান হিন্দু এবং নাবালকদের নিশানা করে তাদের প্রতারণামূলক উপায়ে ধর্মান্তর করা হচ্ছে। আর্জি খারিজ করতে গিয়ে বেঞ্চ জানায় যদি এ নিয়ে কেউ চ্যালেঞ্জ করে বা কারো বিরুদ্ধে মামলা করা হয়, একমাত্র তখনই আদালত তাতে অংশ নিতে পারে। বেঞ্চের প্রশ্ন, এটি কীধরণের জনস্বার্থ আবেদন। জনস্বার্থ মামলা এখন একটি উপায় বা পথ হয়ে দাঁড়িয়েছে।
প্রত্যেকেই এ ধরণের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন। আইনজীবী বেঞ্চের কাছে জানতে চান এ ধরণের অভিযোগের সুরাহা পেতে আবেদনকারী তাহলে কোথায় যাবেন। জবাবে বেঞ্চ জানায় তাদের পরামর্শ দেওয়ার এক্তিয়ার নেই। এরপরই আদালত আর্জি খারিজ করে দেয়।