Home National গোবরডাঙ্গা থেকে এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যা পাড়ি

গোবরডাঙ্গা থেকে এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যা পাড়ি

by Mahanagar Desk
119 views

মহানগর ডেস্কঃ ২২ শে জানুয়ারী রামমন্দিরের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আয়োজন চলছে রমরমিয়ে। ভক্তদের সুবিদার্থে প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে হেলিকপ্টারের পরিসেবা দারুন প্রভাব ফেলেছে সাধারণ জনগনের উপর। সারা দেশ থেকে অগনিত রামভক্ত অযোধ্যার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছে

রামমন্দির নির্মান কার্যের শেষ বেলা টুকু দেখার জন্য উদ্বেগ প্রবন হয়ে পড়েছে রাম অনুরাগীরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে অযোধ্যার রাম মন্দির নিদারুন সাড়া ফেলেছে রামভক্ত দের মধ্যে। রামের জন্মভূমি অযোধ্যায় রামচন্দ্রের মন্দির দর্শন করতে ইতিমধ্যে গোবরডাঙ্গা থেকে এক যুবক সকল রকম বাধা বিপত্তি কাটিয়ে, সাইকেল চালিয়ে রামের চরন ছুঁতে অযোধ্যা রওনা দিয়েছে। উল্লেখ্য, যুবকটির একটি পা নেই। কিন্তু সেই প্রতিকূলতাকে উপেক্ষা করেই সে সাইকেলে করে পাড়ি দেয় অযোধ্যার উদ্দেশ্যে। নিজের মনোবল ও ভক্তি কে সমর্পণ করে এগিয়ে চলেছে ভগবান শ্রী রাম পরিদর্শনে। তার মতে, সে সমস্ত রকম ঝড় ঝাঁপটা কাটিয়ে প্রস্তুত রামচন্দ্রের দর্শনে। এই যাত্রা প্রসঙ্গে সে বলেছে, “তার সাথে রাম আছে, রাস্তায় সকল রকম বিপর্যয় সে রক্ষা করবে”।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved