Home National G 20 সম্মেলনের জন্য রাজধানীতে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, বিঘ্নিত হতে পারে ট্রাফিক ব্যবস্থা

G 20 সম্মেলনের জন্য রাজধানীতে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, বিঘ্নিত হতে পারে ট্রাফিক ব্যবস্থা

by Mahanagar Desk
2 views

 

 

দিল্লিতে G20 সম্মেলন উপলক্ষে আজ ফুল ড্রেস রিহার্সাল পরিচালনা করেছেন। রাজধানীর বিভিন্ন অংশ থেকে দিল্লির দিকে পরিচালনা করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তারা জানায়।

এই ফুল ড্রেস রিহার্সাল সময়কাল হল সকাল ৮.৩০ থেকে দুপুর ১২ টা,বিকেল ৪.৩০ থেকে ৬ টা পর্যন্ত, সন্ধ্যে ৭ টা থেকে ১১টা পর্যন্ত।সূত্রের খবর আজ ফুল ড্রেস রিহার্সাল হবার জন্য ট্রাফিক চলাচল বিঘ্নিত হতে পারে তাই যাত্রীদের মেট্রো ব্যাবহার করার নির্দেশ দিয়েছে পুলিশ।

সর্দার প্যাটেল মার্গ – পঞ্চশীল মার্গ,সর্দার প্যাটেল মার্গ – কৌটিল্য মার্গ, মানসিংহ রোড গোলচত্বর , টলস্টয় মার্গ ইত্যাদি রাস্তাগুলোতে ট্রাফিক চলাচল বন্ধ থাকবে বলে সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে।

এই রাস্তাগুলোতে আজ ট্রাফিক চলাচল না করার অনুমতি দেওয়া হয়েছে।এই ফুল ড্রেস রিহার্সালের ফলে ট্রাফিক অবরোধ ঘটতে পারে বলে খবর পাওয়া গিয়েছে।তাই এই রাস্তাগুলো এড়িয়ে চলার কথা বলা হয়েছে।

You may also like