Home National জঙ্গল পরিদর্শনে গিয়ে বজ্রপাতে মারাত্মক আহত জীববিজ্ঞানী গ্যালান্তে, উঠে এল ভিডিওতে

জঙ্গল পরিদর্শনে গিয়ে বজ্রপাতে মারাত্মক আহত জীববিজ্ঞানী গ্যালান্তে, উঠে এল ভিডিওতে

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: ভয়ঙ্কর কাণ্ড! বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং জীববিজ্ঞানী ফরেস্ট গ্যালান্টে বন্যপ্রাণী পরিদর্শনের সময় বজ্রপাতে মারাত্মক আহত হয়েছেন। এমনকী তিনি সেই সময় ক্যামেরা অন করে ভিডিও করেছিলেন। আর তখনই বজ্রপাতে আক্রান্ত হওয়ার ভয়ঙ্কর মুহূর্তটিকে ভিডিওতে ক্যাপচার করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে, গত সপ্তাহে যখন ৩৫ বছর বয়সী ফরেস্ট গ্যালান্টে দক্ষিণ ফ্লোরিডার এভার গ্লেডস জঙ্গল পরিদর্শনে বেরিয়েছিলেন। তাঁর ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি এখন ভাইরাল। ভিডিওতে দেখা গিয়েছে, মিঃ গ্যালান্টে এভারগ্লেডসে উরু-উঁচু জলে দাঁড়িয়ে

বলছেন, “আমরা কিছু দুর্দান্ত শট পাচ্ছি। সুন্দর দিন। জল পরিষ্কার। শুটিং দুর্দান্ত চলছে। দিনের শেষের দিকে, আমরা আমাদের শেষ কাজটি করতে এসেছি, এটা ফ্লোরিডা। এখানে বৃষ্টি হচ্ছে। এখানে সব সময় বজ্রপাত এবং বজ্রপাত হয়।” তাঁর এই বক্তব্যের কয়েক সেকেন্ড পরেই দেখা যায়, তার ঠিক পাশেই বজ্রপাত হল, যার ভয়ে হাঁস জল থেকে বেরিয়ে আসে। তখন তাঁকে বলতে শোনা যায়, ‘আমি আঘাত পেয়েছি। আমি অনুভব করেছিলাম। হ্যাঁ, আমি আঘাত পেয়েছি। ওটা ব্যাথা।” অর্থাৎ হাঁসের ভয়ে তাঁরও প্রাণ কেঁদে উঠল।

ঘটনার পর, তিনি বর্ণনা করেছেন যে, তিনি ক্যামেরার মুখোমুখি হওয়ার কারণে বজ্রপাতের আলো দেখতে পাননি। কিন্তু হঠাৎ বজ্রপাতের ফলে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই সময় তাঁর পা এবং নিতম্ব আটকে গিয়েছিল। মাত্র এক সেকেন্ডের ব্যবধানে তিনি বেঁচে গিয়েছিলেন। মিঃ গ্যালান্তে বলেছেন যে, তিনি এবং তাঁর দল বজ্রপাতের গুরুতর আহত হননি। তবে ব্যথা অনুভব পেয়েছেন। তবে বজ্রপাতের কতটা কাছাকাছি তখন তাঁরা ছিলেন তা এখন হারে হারে টের পাচ্ছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved