মহানগর ডেস্ক: দীপাবলির মরসুমে ফের অঘটন। গতকাল রবিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আতশবাজি ছুঁড়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি সোমবার নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে, এবং ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর টনক নড়েছে প্রশাসনের। এই মামলার প্রাথমিক অভিযুক্ত এখন পলাতক, এবং পুলিশ ব্যক্তিকে ধরতে একটি দল গঠন করেছে। দিওয়ালি উদযাপনের মধ্যে রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের লিঙ্ক রোডে। ১৮ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে, দুই ব্যক্তি অন্য একটি দলের সঙ্গে বাতালাপ করছেন। তাঁরা চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালে, মজার কাজ হিসেবে হঠাৎ একজনের দিকে পটকা নিক্ষেপ করেন।
তখনই সেখানে দাঁড়িয়ে থাকা ৪০ বছর বয়সী লোকটি মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি, এরপরই মারা যান তিনি। নিহত ব্যক্তির নাম নাটু ওরফে আফজাল, অভিযুক্তের নাম প্রদীপ। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তারা জানান, বিষয়টি নিয়ে সব দিক থেকে তদন্ত শুরু করা হয়েছে।