Home National বিনা চালকেই চললো মালগাড়ি! রইল ভিডিও

বিনা চালকেই চললো মালগাড়ি! রইল ভিডিও

ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে।

by Pallabi Sanyal
34 views

মহানগর ডেস্ক : বিনা চালকে ছুটলো ট্রেন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পাঞ্জাবে প্রায় ৭০ কলোমিটার বিনা চালকেই ছুটে চললো মালগাড়ি। ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। তবে, স্বস্তির খবর এই যে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও তা ঘটেনি।

পাথর বহনকারী পণ্য ট্রেনটি উচি বাসিতে থামার আগেই প্রায় পাঁচটি স্টেশন অতিক্রম করেছে। একজন রেল কর্মকর্তা ট্রেন থামানোর জন্য ট্র্যাকে কাঠের ব্লক রাখার পরে ট্রেনটি থামানো হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ট্রেনের একটি ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনটি একটি স্টেশনের পাশ দিয়ে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। ভবিষ্যতে এধরনের ঘটনা আর যাতে না ঘটে, নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করেছেন রেলের কর্মকর্তারা। তবে, কী কারণে চালক ছাড়ই ছুটলো ট্রেনটি তা এখনও জানা যায়নি।

You may also like