HomeNationalআর শেয়ার করা যাবে না নগ্ন ছবি! নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার আনছে...

আর শেয়ার করা যাবে না নগ্ন ছবি! নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার আনছে গুগল

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: নগ্ন ছবি আলাদা প্রদান নিয়ন্ত্রণ করতে এক নতুন ফিচার আনছে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা গুগল। জানা যাচ্ছে, আগামী বছরগুলির মধ্যে বেশ কিছু অত্যাধুনিক ফিচার টুল নিয়ে আসবে গুগল আর সেই সব প্রযুক্তির মধ্যে রয়েছে নেকেড দৃশ্য বা ছবি সনাক্ত করার একটি ফিচারও। এই অপশনাল টুলটি নগ্ন ছবি পাঠানোর ক্ষেত্রে ব্যবহারকারী সচেতন কিনা তা সুনিশ্চিত করবে। মূলত ইউজারদের নিরাপত্তা বাড়াতেই গুগলের এই বিশেষ পদক্ষেপ।

নগ্ন ছবি সনাক্ত করবে গুগলের এই টুল

গুগলের তরফে জানানো হয়েছে, তাদের আসন্ন ফিচারটিতে এমন এক টুল ব্যবহার করা হয়েছে যা বিশেষত ব্যবহারকারীর ফোনে থাকা কোনও নগ্ন ছবি চিহ্নিত করে তার সুরক্ষা সুনিশ্চিত করবে। সংস্থা বলেছে, ব্যবহারকারীর ফোনে থাকা কোনও সংবেদনশীল ছবির প্রবেশাধিকার দেয় না গুগল। এমনকি ফোনে কোনও বিশেষ উত্তেজনাপূর্বক ছবি রয়েছে কিনা সেই সম্পর্কেও ধারণা নেই গুগলের। তবে নয়া ফিচার চালু হলে তা নগ্ন অবস্থায় থাকতে পারে এমন সব ছবিকে দেখার আগেই চিহ্নিত করবে এবং সেগুলি কেউ দেখার জন্য আগ্রহী কিনা তা যাচাই করতে স্পিড বাম্প’ও ব্যবহার করবে। 

শুধু তাই নয়, এই ধরনের ছবি শেয়ার বা ফরওয়ার্ড করার ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ নেবে ফিচারটি। পাশাপাশি নগ্ন ছবি আপলোড বা ফরওয়ার্ড করার ক্ষেত্রে কী কী ঝুঁকি রয়েছে সেই সম্পর্কেও ব্যবহারকারীকে সতর্ক করবে গুগলের আসন্ন ফিচার। সেই সাথে উত্তেজনা পূর্বক ছবিগুলির লিংক ও উৎস সংগ্রহ করবে স্পিড বাম্প। এখনও পর্যন্ত যা খবর 18 বছরের কম বয়সীদের জন্য এই ফিচার বাধ্যতামূলক করবে গুগল। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ফিচার অপশনল। বলা বাহুল্য, শুধুমাত্র অ্যান্ড্রয়েড 9 ও গুগলের বিভিন্ন ডিভাইস গুলিতে এই ফিচার রাখবে সংস্থা। 

আরও পড়ুন: নিষেধাজ্ঞহীন নেতৃত্ব ফিরে পেলেন ডেভিড ওয়ার্নার, হতে পারেন সিডনি থান্ডারের অধিনায়ক

Most Popular