মহানগর ডেস্ক: তাঁর সাতাশতলা প্রাসাদ ব্রিটেনের বাকিংহাম প্যালেসের পরেই বিশ্বে তার জায়গা। সাতাশতলা প্রাসাদের মালিক হলেন ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানি। নাম আন্টিলা, (Antila) যা দুনিয়ার সবারই নজর কেড়ে নিয়েছে তার রাজকীয়তায়। এই সাতাশতলা বিশাল বাড়িতে সপরিবারে থাকেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তবে এই আকাশ ছোঁয়া প্রাসাদে থাকলেও আম্বানি পরিবারের মন পড়ে আছে তাদের আদি বাসস্থান গুজরাতের চোরওয়াড জেলায়। সেখানে তাদের একশো বছরের পূর্ব পুরুষদের ভিটে রয়েছে। সেটি এখন ধীরুভাই আম্বানি মেমোরিয়াল হাউস (Ticket To Visit Ambani Ancestor Home) । সেখানেই তিনি জন্মেছিলেন।
দোতলা ওই বাড়ির সঙ্গে আম্বানি পরিবারের এখনও আত্মিক যোগ রয়েছে। আর সেই যোগাযোগ দীর্ঘদিনের। ২০১১ সালে বাড়িটি ধীরুভাই আম্বানি মেমোরিয়াল হাউসে রূপান্তরিত হয়। ম্যানসনটিতে পূর্বপুরুষদের ঐতিহ্য পুরোপুরি অক্ষত রেখেছে আম্বানি পরিবার। সেখানে আম্বানি পরিবারের পুরনো বৈশিষ্ট একেবারে টানটান বজায় রাখা হয়েছে। মেমোরিয়াল হোমটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগগ ব্যক্তিগত ব্যবহারের জন্য। অন্যটি সাধারণ মানুষদের প্রবেশের জন্য।
সেখানে তাঁরা এসে মেমোরিয়াল হোম দেখতে পারবেন। বিশাল কোর্ট ইয়ার্ড ও ভবনটির সেই আগের ঐতিহ্য একেবারে টানটান রেখেছে আম্বানি পরিবার। ম্যানসনের প্রাইভেট সেকশনটি এখনও ধীরুভাইয়ের স্ত্রী কোকিলাবেন ব্যবহার করে থাকেন। গোটা সম্পত্তিটি ১.২ একর জুড়ে। এ
খানে ঢোকার জন্য ক টাকা লাগে জানলে অবাক হওয়ার কথাই। মাত্র দু টাকা, যা ধর্তব্যের মধ্যেই পড়ে না। মঙ্গলবার থেকে রবিবার সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রবেশ করা যাবে। আম্বানিদের পূর্বপুরুষদের বাড়িতে ঢুকলে আঁচ পাওয়া যাবে ধীরুভাই আম্বানির সেই স্মৃতি, যা সবার মনেই জায়গা করে নেবে।