Home National প্রধানমন্ত্রী হিসাবে মোদীর আর কত দিন? জানিয়ে দিলেন অমিত শাহ

প্রধানমন্ত্রী হিসাবে মোদীর আর কত দিন? জানিয়ে দিলেন অমিত শাহ

by Mahanagar Desk
76 views
মহানগর ডেস্ক : বিজেপিতে রাজনীতি করাার সময়সীমা নির্ধারিত আছে। নরেন্দ্র মোদী নিজেই ৭৫ বছর বয়স হয়ে গেলে কাউকে প্রত্যক্ষ রাজনীতিতে রাখার পক্ষপাতি নন। তবে তিনি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে দলে। তিনি ৮৩ বছর বয়স পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। নরেন্দ্র মোদীর “সেনাপতি” অমিত শাহ এমনটাই মনে করেন। বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনই দাবি করেছেন। অমিত শাহ দাবি করেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য ক্ষমতায় তো আসবেনই, চতুর্থ বারেও তিনিই প্রধানমন্ত্রী হবেন। শাহের কথায়, আগামী ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদীই।
অমিত শাহ ওই সাক্ষাৎকারে আগামী ১০ বছরে ভারতের রাজনীতির দিকনির্দেশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ‘‘আমাদের দেশে যে গণতন্ত্র চলছে সেটা কাজের উপরে নির্ভরশীল। সাফল্যের রাজনীতিতে মানুষ কাজ দেখে এখন ভোট দেয়।’’ অমিত শাহর দাবি, সেই কাজের বিচারেই আগামী ১০ বছর বিজেপি দেশের ক্ষমতায় থাকবে এবং নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রী থাকবেন বলে দাবি করেছেন অমিত শাহ। ভারতের বিগত সরকারের সমালোচনা করে মোদীর সেনাপতি বলেন, ‘‘আগে জাত-পাত, ধর্মের উপরে এবং তোষণকেন্দ্রিক রায় দিত দেশ। প্রধানমন্ত্রী মোদীই সেটা বদলে সাফল্যকেন্দ্রিক রাজনীতির আবহ তৈরি করেছেন। কে কী কাজ করেছেন তার উপরেই নির্ভর করে দেশ ক্ষমতায় থাকবে। কাজ করার যোগ্যতা দেখেই মানুষ ক্ষমতায় থাকার সুযোগ করে দেবে।’’
বিজেপির ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে  অমিত শাহ বলোন, ‘‘আমরা যদি ভাল কাজ করতে পারি তবেই ক্ষমতায় টিকে থাকব। আমরা যদি নিজেদের ভুল শুধরে নিতে না পারি তা হলে আমরা জিততে পারব না।’’  অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল আগামী ১০ বছর ভারতে বিজেপির রাজনীতি নিয়ে। সেই প্রশ্নের অমিত শাহ বলেন, ‘‘যে হেতু আগামী ১০ বছরের কথা জানতে চাওয়া হচ্ছে তাই আমি এটা বলে দিতে পারি যে, আগামী ১০ বছর একমাত্র নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রী থাকবেন।’’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved