Home Kolkata বাংলা সহ দেশে কতগুলি আসন পাবে বিজেপি, বিরাট ভবিষ্যদ্বাণী করলেন পিকে

বাংলা সহ দেশে কতগুলি আসন পাবে বিজেপি, বিরাট ভবিষ্যদ্বাণী করলেন পিকে

by Shreya Maji
346 views

মহানগর ডেস্ক:  লোকসভা যুদ্ধের ঘণ্টা বেজে গিয়েছে। নিজেদের ক্ষমতা প্রমাণে আদা জল খেয়ে ময়দানে নেমছে শাসক-বিরোধী উভয় দলই।  ইতিমধ্যেই ঘোষণা করা  হয়েছে  বেশকিছু দফায় প্রার্থী তালিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার কেন্দ্রে এনডিএ-এর ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন। এই আবহেই দেশে তথা বঙ্গে বিজেপির আসন প্রাপ্তি নিয়ে বিরাট মন্তব্য করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এবারের লোকসভা নির্বাচনে গেরুয়া বাহিনী ৪০০ আসন জয় করবে। তবে পিকের মতে ৩৭০ আসন বিজেপির একার পক্ষে পাওয়া চাপ রয়েছে। রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের মতে বিজেপি এবারে পশ্চিমবঙ্গে আগের থেকে ভাল ফল করবে। তবে পিকে বলেছেন,  “আমি কোনও ভবিষ্যদ্বাণী করতে চাই না। তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের তুলনায় ভাল ফল হবে বিজেপির। পশ্চিমবঙ্গ থেকে এক অভাবনীয় ফল আসতে চলেছে, যেটা বিজেপির পক্ষে যাবে।”   এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপি ১৮টি আসন পেয়েছিল। যদিও পরে এদিক ওদিক করে দলবদল হয়েছিল। তবে তা  সত্বেও এবারে বিজেপি বঙ্গে গত বারের থেকে আরও অনেক বেশি আসন পাবে বলেই দাবি করেছে। ৪২-এ-৪২ জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে শুধু বঙ্গে নয় পিকে জানিয়েছেন,  বিজেপির আসন সংখ্যা বাড়বে বিহার, ওড়িশা, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গনা, তামিলনাড়ু এবং কেরলেও। বিজেপির জয়ের নেপথ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকেই তুলে ধরেছেন পিকে। প্রধানমন্ত্রী যেভাবে প্রচার করছেন তাতে ব্যপক সাড়া মিলবে বলেই মতপ্রকাশ করেছেন প্রশান্ত কিশোর । সেই সঙ্গেই পিকে বলেছেন তাঁর মতে দেশে  বিরোধীরা শক্তিশালী না হওয়ায় কারণে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আরও বেশি করে সুবিধা পাবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved