মহানগর ডেস্ক : শনিবার মধ্য রাত থেকে সোমবার সকাল পর্যন্ত প্রায় ৩৬ ঘণ্টারও বেশি সময় পর রাজ্যপালের পাঠানো চিঠি নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নতে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন সেই চিঠিতে তেমন কিছু নেই।
নবান্ন সাংবাদিক বৈঠকে রাজ্যপালের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠির বিষয় সম্মন্ধে প্রশ্ন করতে তিনি জানিয়েছেন, ‘রাজ্যপাল বিদেশ যাত্রার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।এছাড়া তাতে আলোচনার মতো তেমন কিছু নেই’। আবার এবিষয়ে এক সাংবাদিক এই চিঠির বিষয় প্রকাশ করা নিয়ে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি জানিয়ে প্রশ্ন করতে মমতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন। ‘কেন? রাজ্যপালের পাঠানো ব্যক্তিগত চিঠি। সেটা আমি কেন প্রকাশ করতে যাব! এতে তো রাজনৈতিক কিছু নেই। ব্যক্তিগত চিঠি এভাবে প্রকাশ করা যায় না’।
অপরদিকে সোমবার সকালেই সাংবাদিক বৈঠকে রাজ্যপালকে এই চিঠি বিষয়ে প্রশ্ন করতেই তিনি ইঙ্গিতপূর্ণ জবাব দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী এখন বিদেশ সফরে যাবেন সুদূর স্পেন দেশে। এখন তাঁকে কোনওরকম টেনশন দিতে চাননা তিনি। মুখ্যমন্ত্রী ফিরে এলে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।