Home National এই ৩ টি কাজ না করলে ঢুকবে না প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৫ তম কিস্তির টাকা

এই ৩ টি কাজ না করলে ঢুকবে না প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৫ তম কিস্তির টাকা

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা আপনি যদি পান, তাহলে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনার জন্য। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে দেশের কোটি কোটি কৃষককে প্রতি বছরে আর্থিক সহায়তা দিচ্ছে ৬ হাজার টাকার। তবে বিভিন্ন মাধ্যম সূত্রে সম্প্রতি আপডেট এসেছে, বছরে ছয় হাজার এর পরিবর্তে এবার থেকে মোদি সরকার ৮,০০০ টাকা দিতে চলেছে।

এখনও পর্যন্ত ১৪টা কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা।কৃষকদের অ্যাকাউন্টে এখন আসবে ১৫ তম কিস্তির টাকা। কিন্তু কৃষকদের যত তাড়াতাড়ি সম্ভব ৩টি কাজ শেষ করতে হবে ১৫তম কিস্তির টাকা পেতে হলে।যারা এই তিনটি কাজ সম্পন্ন করবেন কেবলমাত্র সেই সমস্ত কৃষকরাই ১৫তম কিস্তির টাকা পাবেন।

ই-কেওয়াইসি করানো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পিএম কিষাণের সুবিধাভোগীদের জন্য।আপনি যদি এখনও না করে থাকেন, তাহলে পরবর্তী কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না। এছাড়া দিতে হবে জমির তথ্য ভেরিফিকেশন করানোর তথ্য। এছাড়াও,আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে আপনাকে আধারের সঙ্গে।এখন আর মাত্র কয়েকদিন বাকি আছে এই কাজগুলো করার জন্য আপনার কাছে।

সমস্ত কৃষকদের ক্ষেত্রে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই তিনটি গুরুত্বপূর্ণ শর্ত না মেনে চললে কোন কৃষকই ১৫ তম কিস্তির টাকা পাবেন না।কেন্দ্র সরকারের কৃষি মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই শর্তাবলী সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক শর্ত তিনটি সম্পর্কে:

১)প্রথমত, কৃষকদের জমির রেকর্ড যাচাই করার প্রয়োজন এই শর্তাবলির ক্ষেত্রে।

২) দ্বিতীয়ত, সমস্ত কৃষকদের মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে ব্যাংকের সাথে। সাথে আধার কার্ডের সঙ্গেও লিংক করাতে হবে ব্যাংক অ্যাকাউন্ট।

৩) তৃতীয়ত,পিএম কিষাণ যোজনায় যাঁদের নাম নথিভুক্ত আছে তাঁদের অবশ্যই ‘e-KYC’ সম্পন্ন করতে হবে।

এই তিনটি শর্ত মেনে চললে সমস্ত কৃষকদের একাউন্টে ঢুকবে কৃষক যোজনার ১৫ তম কিস্তির টাকা। তাই আর দেরি না করে অতিসত্বর সেরে ফেলুন এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ।বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর পরে ২৭শে নভেম্বর ১৫ তম কিস্তির টাকা দেওয়া হতে পারে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved