Home National হাইভোল্টেজ রবিবারে বিশ্বকাপ ফাইনালের আগে বিশেষ চমক দেবে ভারতীয় বায়ুসেনা

হাইভোল্টেজ রবিবারে বিশ্বকাপ ফাইনালের আগে বিশেষ চমক দেবে ভারতীয় বায়ুসেনা

by Shreya Maji
4 views

মহানগর ডেস্ক: আজ হাইভোল্টেজ রবিবার। উত্তেজনায় ফুটছে গোটা দেশ। ২০ বছর পর ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ২০০৩ সালের বদলা ২০২৩ সালে নিতে পারবে ভারত? এই উত্তর মিলবে আর কয়েকঘন্টা পরে। ভারতে বসেছে এবারে বিশ্বকাপের আসর। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে খেলা। তবে খেলার আগে বিশেষ চমক দেবে ভারতীয় বায়ুসেনা। ভারতীয়  যুদ্ধবিমান বিশেষ অনুষ্ঠান প্রদর্শন করবে।

 আকাশে উড়বে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। যে শোয়ের নাম দেওয়া হয়েছে “টুইস্ট অ্যান্ড টকিং টু দ্য স্কাই” (Twist and Talking To The Sky)। অনুষ্ঠানে অংশ নেবে  বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোবেটিক টিম। য়ুসেনার সূর্যকিরণ টিম  ম্যাচ শুরুর আগে রবিবার দুপুরে ৯টি হক এয়ারক্রাফ্ট নিয়ে বিশেষ প্রদর্শনী করবে । ফাইনালের সেরা চমক হতে চলেছে খেলা শুরুর ১৫ মিনিট আগে এই এয়ার শো। বায়ুসেনার ৫২ নম্বর স্কোয়াড্রনের সদস্য এই সূর্যকিরণ অংশ হয়েছে  ১৯৯৬ সাল থেকে। তবে সূর্যকিরণ টিম  বিশ্বকাপ ফাইনালে এই প্রথম পারফর্ম করতে চলেছে। সূর্য কিরণ দলটি জাতীয় ও আন্তর্জাতিক উভয় স্তরে তার এয়ার শো এবং প্রদর্শনের জন্য পরিচিত। দলটি ভারত, চীন এবং অন্যান্য দেশে এয়ারশোতেও স্বাতন্ত্র্যের সঙ্গে পারফর্ম করেছে।

ICC World Cup-এ মুখোমুখি হবে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। খেলা দেখতে আসছে গোটা বিশ্বের মানুষ। তৃতীয়বার ভারত নাকি ষষ্ঠবার অস্ট্রেলিয়া কার মাথায় উঠেছে বিজয়ের মুকট তার উত্তর মিলবে আজই। আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বকাপ জয়ী সমস্ত ক্যাপটেনদের। থাকছে মার্কিন পপ সিঙ্গার ডুয়া লিপা পারফর্ম । উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হাজির হবেন একাধিক তারকাও। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এই ফাইনাল ম্যাচ।

You may also like