Home National জি ২০ -র স্থায়ী সদস্য করা হল আফ্রিকান ইউনিয়নকে, প্রস্তাব দিয়েছিল ভারত

জি ২০ -র স্থায়ী সদস্য করা হল আফ্রিকান ইউনিয়নকে, প্রস্তাব দিয়েছিল ভারত

by Mahanagar Desk
0 views

 

 

 

দিল্লীতে দুই দিনের G20 শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিতে গিয়ে আফ্রিকান ইউনিয়নের ব্লকের নতুন সদস্য বলে উল্লেখ করেন।এছাড়াও প্রধানমন্ত্রী আফ্রিকানদের G 20 পরিবারের একটি মাইলফলক বলে ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী আফ্রিকান ইউনিয়নদের এবং কমোরোসের রাষ্ট্রপতি আজালি আনুমানিকে আন্তরিকভাবে স্বাগত জানান।প্রধানমন্ত্রী আফ্রিকানদের স্থায়ী সদস্য পেয়ে বিশেষভাবে গর্বিত।এর পরে তিনি টুইটারে এই বিষয় সমন্ধে একটি টুইট করেন বলে সূত্র থেকে জানা গিয়েছে।

গ্লোবাল সাউথের উদ্বেগকে সোচ্চার করার জন্য প্রধানমন্ত্রী মোদী এই পদক্ষেপটি নিয়েছেন। গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে আমাদের G 20 অধিকারীকগুলো G 20 অংশিধারীকদের জন্যই নয় ,গ্লোবাল সাউথের সহযাত্রীদের সাথে আলোচনা গঠন করার সাথে সাথে তাদের আলোচনাও শোনা যাবে।

বিদেশ মন্ত্রী ডঃ জয়শঙ্কর বলেছেন যে ভারত গ্লোবাল সাউথের উদ্বেগ প্রকাশ করার ক্ষেত্রে এবং কভিড মহামারী চলাকালীন ভ্যাকসিনগুলোকে সাহায্য করার জন্য ইঙ্গিত প্রকাশ করেছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved