মহানগর ডেস্ক: ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার রবিবার মধ্যপ্রদেশের ভোপালের কাছে একটি জরুরি অবতরণ করেছে বলেই জানা গিয়েছে বায়ুসেনা সূত্রে জানা গেছে। খবর পেয়েই সেখানে উপস্থিত হয় বায়সেনার অন্যান্য কর্তারা।
প্রাথমিক রিপোর্ট অনুসারে, ALH ধ্রুব একটি প্রযুক্তিগত ত্রুটি তৈরি করেছিল যার ফলে জরুরি অবতরণ করানো হয়। পাইলট নিরাপদে রয়েছেন। একটি বিশেষজ্ঞ দল প্রযুক্তিগত সমস্যাগুলি খতিয়ে দেখছে। ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে “আইএএফ-এর একটি ALH MK III হেলিকপ্টার, ভোপাল থেকে চাকেরি পর্যন্ত একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে, ভোপাল বিমানবন্দর থেকে ৫০ কিলোমিটার দূরে ডুঙ্গারিয়া বাঁধের কাছে একটি নিরাপদ সতর্কতামূলক অবতরণ করেছে। কোনও ক্ষতি বা আঘাতের খবর পাওয়া যায়নি। প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। “
জানা গিয়েছে হেলিকপ্টারটিতে ৬ জন সেনা সদস্য ছিলেন। ভোপাল থেকে ৬০ কিলোমিটার দূরে বেরাসিয়ার একটি গ্রামে জরুরি অবতরণ করা হয়েছিল। সকলেই নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে ত্রুটি তাও খতিয়ে দেখা হবে ।