মহানগর ডেস্ক: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে পুরোদমে। উনিশ তারিখে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। বহু প্রতীক্ষিত হাইভোল্টেজ ফাইনালের আগে স্টেডিয়ামের আকাশে মহড়ায় অংশ নেবে ভারতীয় বায়ুসেনার সূর্য কিরণ অ্যারোবেটিক টিম। প্রতিরক্ষা দফতরের পিআরও জানিয়েছেন দর্শকদের আনন্দ দিতে ফাইনালের দশ মিনিট আগে মোতেরা এলাকায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আকাশে সূর্য কিরণ অ্যারোবেটিক টিম তাদের চোখ ধাঁধানো প্রদর্শন করবে।
পিআরও জানিয়েছেন শুক্রবার ও শনিবার আকাশপথে প্রদর্শনের মহড়া করবে। গত বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে একদিনের বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে। গতকাল সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। বায়ুসেনার সূর্য কিরণ অ্যারোবেটিক টিমে রয়েছে নটি বিমান এবং দেশ জুড়ে অসংখ্য প্রদর্শন করেছে তারা। ফাইনালে তাদের সেই চোখধাঁধানো প্রদর্শনের সাক্ষী হবেন স্টেডিয়ামের দর্শকরা।