Home National PM Modi: মিডিয়া, টুইট নয়, মোদীর বার্তা পেতে নজর রাখুন হোয়াটস্ অ্যাপ চ্যানেলে

PM Modi: মিডিয়া, টুইট নয়, মোদীর বার্তা পেতে নজর রাখুন হোয়াটস্ অ্যাপ চ্যানেলে

by Mahanagar Desk
4 views

নয়াদিল্লি: গণেশ চতুর্থীতে দেশে নয়া সংসদ ভবন উন্মোচনের পাশাপাশি জনসংযোগের আধুনিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর সঙ্গে তার সরাসরি যোগাযোগের পথ আরও সুগম করলেন। লোকসভা নির্বাচনের আগে দেশের মানুষের আরও কাছে পৌঁছে যেতে হোয়াটস অ্যাপ চ্যালেনে যোগ দিলেন মোদী। হোয়াটস্ অ্যাপ চ্যানেল হল মেটার এই জনপ্রিয় অ্যাপের একমুখি ব্রডকাস্ট চ্যানেল ফিচার।

আরও পড়ুন:India Expelled Canadian Diplomat: খালিস্তান কাণ্ডে ভারতীয় কূটনীতিককে বহিষ্কারের পাল্টা কানাডার কূটনীতিককে বহিষ্কার ভারতের

যে চ্যানেলের মাধ্যমে অনেক সাবস্ক্রাইবা মোদীর বার্তা সহজেই পেয়ে যাবেন। এবার থেকে তাই প্রধানমন্ত্রীর বার্তা পেতে ‘মন কি বাত’ অনুষ্ঠান বা সংবাদমাধ্যম বা টুইটের অপেক্ষা করতে হবে না। সরাসরি হোয়াটস্ অ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা। এমনকি তিনি ছাড়া কেউ এই চ্যানেলে কিছু লিখতেও পারবেন না। টুইটারকে টেক্কা দিতে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটস্ অ্যাপ চ্যানেল। রাষ্ট্রপ্রতিনিধি ও সেলেবদের বার্তা শোনার ক্ষেত্রে এই মাধ্যমটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

You may also like