Home National কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ফের এক জঙ্গিকে নিকেশ করল সুরক্ষাবাহিনী

কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ফের এক জঙ্গিকে নিকেশ করল সুরক্ষাবাহিনী

by Shreya Maji
1 views

মহানগর ডেস্ক: জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে সর্বদাই প্রচেষ্টা চালাচ্ছে ভারতিয় সেনাবাহিনী। কড়া পাহারা দিচ্ছে সীমান্তে। তাতেই মিলছে সাফল্য। ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে এক জঙ্গিকে খতম করল সুরক্ষাবাহিনী। সপ্তাহ শুরুতেই মিলছে এই সাফল্য।

নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে এক সন্ত্রাসবাদীকে নিকেশ করে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে বলেই কর্মকর্তারা সোমবার বলেছেন। রবিবার রাতে কেরান সেক্টরের জুমাগুন্ড এলাকায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। সোমবার সকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে  মৃত জঙ্গির দেহ উদ্ধার করা হয়।তল্লাশি অভিযান এখনও চলছে।

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর পুলিশ ও সেনাবাহিনীর অভিজানে গত কয়েকমাসে বেশ অনেকজন জঙ্গির মৃত্যু হয়েছে। অক্টোবরে একসঙ্গে ৫  লস্কর জঙ্গিকে খতম করা হয়েছিল। এই বছর কেন্দ্রশাসিত অঞ্চলে নিহত ৪৬ জন জঙ্গির  মধ্যে ৩৭ জন পাকিস্তানি এবং মাত্র নয়জন স্থানীয়, সরকারী পরিসংখ্যানে এমনটাই জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের ৩৩ বছরের মধ্যে এই প্রথমবারের মতো নিহত বিদেশী সন্ত্রাসবাদীদের সংখ্যা স্থানীয় সন্ত্রাসীদের চেয়ে চারগুণ বেশি। বর্তমানে প্রায়  ১৩০ জন জঙ্গি  উপত্যকায় সক্রিয় রয়েছে বলেই জানানো হয়েছে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved