Home National জি-২০ সম্মেলনে অনুপস্থিত চিনের প্রেসিডেন্ট, ম্যাপ নিয়ে অস্বস্তিকর প্রশ্ন এড়াতেই কি এই সিদ্ধান্ত

জি-২০ সম্মেলনে অনুপস্থিত চিনের প্রেসিডেন্ট, ম্যাপ নিয়ে অস্বস্তিকর প্রশ্ন এড়াতেই কি এই সিদ্ধান্ত

by Shreya Maji
1 views

মহানগর ডেস্ক: চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না। যদিও তাঁর বদলে চিনের অন্য এক শীর্ষ নেতা থাকবেন। কিন্তু কেন চিনা প্রেসিডেন্ট ভারত সফর এড়ালেন এই নিয়ে কাটাছেঁড়া চলছেই। তবে সীমান্তে উত্তেজনাকেই না আসার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে । তবে বেজিং যদিও সেই অভিযোগ নস্যাৎ করল। চিনা বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল আছে।

মঙ্গলবার চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং জি-২০ সম্মেলনে জিনপিং যোগদান না করা নিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল রয়েছে।” তিনি দুই দেশের জনগণের স্বার্থে সম্পর্কের উন্নতি ও বিকাশের প্রয়োজন বলে জানান।সেই সঙ্গে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র সম্পর্কের বৃহত্তর উন্নতির ক্ষেত্রে ভারতে সঙ্গে বেজিং যৌথভাবে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন। মাও জি-২০ সম্মেলন নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন,”জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন নিয়ে চিন বরবারই ভারতকে সমর্থন করে এসেছে।” সেই সঙ্গে জি-২০ভুক্ত দেশগুলির মধ্যে আদান-প্রদান বৃদ্ধির উপর গুরুত্ব দেন। সব পক্ষের সঙ্গে কাজ করতে চিন প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।শি জিনপিং কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে সশরীরের উপস্থিত ছিলেন। তবে কেন জি-২০ সম্মেলনে অনুপস্থিত থাকলেন, তার নির্দিষ্ট কারণ কিন্তু জানায়নি বেজিং।

প্রসঙ্গত, কয়েকদিন আগে একটি ম্যাপ প্রকাশ করা হয়েছিল চিনের তরফে।বেজিং সেই ম্যাপে ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনকে নিজেদের অঞ্চল বলে দাবি করে।ভারতীয় বিদেশমন্ত্রক বিতর্কিত এই ম্যাপ নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে।তবে মনে করা হচ্ছে, জি-২০ সম্মেলনে ম্যাপ নিয়ে অস্বস্তিকর প্রশ্ন এড়াতেই জিনপিং যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved