Home National মহিলা সংরক্ষণ বিল আমাদের”, বললেন সনিয়া গান্ধী

মহিলা সংরক্ষণ বিল আমাদের”, বললেন সনিয়া গান্ধী

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: মহিলা সংরক্ষণ বিলটি “আমাদের”, বলে বসলেন সনিয়া। মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ করা হতে পারে এমন জল্পনার মধ্যে, মঙ্গলবার ওই বিলটিকে নিজেদের বলে দাবি করলেন কংগ্রেসের সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী। কংগ্রেস সোমবার জানিয়েছে, তারা এই রিপোর্টকে স্বাগত জানিয়েছে। কারণ কংগ্রেস দীর্ঘদিন ধরে এই দাবি উত্থাপন করে আসছে।

মঙ্গলবার সংসদে প্রবেশ করার সময় বিলটি সম্পর্কে জানতে চাইলে সোনিয়া গান্ধী বলেন, “এটা আমাদের(It Is Ours, Apna Hai)”। একদিন আগে এক্স হ্যান্ডেলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লেখেন, “আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভার রিপোর্ট করা সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং বিলের বিশদ বিবরণের জন্য অপেক্ষা করছি।” তিনি আরোও বলেন,”বিশেষ অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে এই বিষয়ে খুব ভালভাবে আলোচনা করা যেত এবং গোপনীয়তার আবরণে কাজ করার পরিবর্তে ঐকমত্য তৈরি করা যেত”। প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম জানান, সরকার যদি মঙ্গলবার নারী সংরক্ষণ বিল পেশ করে, এটি হবে “কংগ্রেস এবং ইউপিএ সরকারের মিত্রদের জন্য বড় জয়। ইউপিএ সরকারের আমলেই ২০১০ সালের ৯ মার্চ বিলটি রাজ্যসভায় পাস হয়েছিল। কিন্তু লোকসভায় তা তোলা হয়নি।

প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ বিলে অবশেষে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ মঙ্গলবার বিল পেশ করা হতে পারে সংসদে। সূত্রের খবর তেমনই। এদিন সংসদের বিশেষ অধিবেশনে প্রথমদিনে সরব হয় বিরোধীরা। এরই মধ্যে সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন মোদী। মহিলা সংরক্ষণ বিল যদি সংসদে পাশ হয়ে যায়, সেক্ষেত্রে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষিত থাকবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved