মহানগর ডেস্ক ঃ বিসিএস অফিসারেরা যখন তরুণ সমাজের কাছে এক অনুপ্রেরণার হয়ে উঠেছে সেখানে দারিয়ে বাঁকুড়া জেলার এক অফিসারের ফেসবুকের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে । এই অফিসার পোস্ট করে বলেন ‘তাকে বন্ধুত্তের অনুরোধ পাঠানোর জন্য নুন্যতম যোগ্যতা থাকা উচিত । তার শুভাকাঙ্খীরা তাকে বহুবার বোঝানর চেষ্টা করার পর তিনি তার বক্তব্যে অটল ।
12th fail ছবির মূল চরিত্র বাস্তব জীবনের IPS মনজ কুমার শর্মার সাদামাটা জীবন ,যার সরলতায় দেশবাসী গর্ভিত বোধ করেন , ঠিক এই রাজ্যে তার বিপরীত চিত্র । WBCS অফিসারের ফেসবুকের পোস্ট “প্রাইভেট কোম্পানিতে ছটোখাটো কাজ করেন বা বেকার হয়ে বাড়িতে বসে আছেন , এমন কেউ ফ্রেন্ড রিকয়েস্ট পাঠাবেন না । শুধু এই পোস্ট করেই থামেননি তিনি , পোস্ট এর পিছনে একের পর এক যুক্তি দিতে থাকেন এমনকি অধস্তন মহিলা অফিসারকে কটাক্ষ ও করতে ছাড়েননি । বিষয়টি নিয়ে ইতিমধেই স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে ।
WBCS অফিসারদের নানান গ্রূপের মধ্যে এই বিষয় নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। বাঁকুড়ার ক্রেতা সুরক্ষা দপ্তরের ডেপুটি সহকারী ডিরেক্টর প্রসূন কুমার চট্টপাধাইয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে আসছে ।
প্রায় বহু বছর ধরেই প্রচারের আড়ালে বহু WBCS অফিসারেরা বেকার যুবক দের সাহায্য করে আসছেন সরকারি চাকরি পেতে। সেখানে একজন WBCS – গ্রূপ সি অফিসারের এমন পোস্ট নিয়ে বিতর্ক তুঙ্গে । তার প্রোফাইল জুড়ে এ পি জে আবদুল কালামের উক্তি কিন্তু তার পোস্ট দেখে হতবাক সকলে ।