Home National বিরোধী দলনেতাকে আইনি নোটিস কাকলি ঘোষ দস্তিদারের, দিলেন হুঁশিয়ারি 

বিরোধী দলনেতাকে আইনি নোটিস কাকলি ঘোষ দস্তিদারের, দিলেন হুঁশিয়ারি 

by Shreya Maji
5 views

মহানগর ডেস্ক: দিন কয়েক আগেই শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন রেশন দুর্নীতিতে কাকলি ঘোষ দস্তিদারের যোগ রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ নিলেন  তৃণমূল সাংসদ। বারাসতের তৃণমূল সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার রাজ্যের বিরোধী দলনেতাকে আইনি নোটিস  পাঠিয়েছেন। এই নিয়েই নয়া চর্চা সুরু হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে।

হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে জড়িত অভিযোগে  গ্রেফতার হয়েছেন।বর্তমানে তিনি ইডির হেফাজতে ।  এই ঘটনার সঙ্গে বারাসতের সাংসদের যোগ রয়েছে বলে মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মন্তব্যের প্রেক্ষিতেই আইনি নোটিস বলেই জানা গিয়েছে। উল্লেখ্য নোটিসে বলা হয়েছে, কাকলি ঘোষ দস্তিদার শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি নির্বাচিত সাংসদ এবং নামী চিকিৎসক। তাই বিরোধী দলনেতার মন্তব্যে তাঁর এবং পরিবারের সম্মানহানি হয়েছে। পাঁচ পাতার আইনি নোটিসটি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাংসদ। তাতে শুভেন্দুর মন্তব্যের লিঙ্কও তুলে ধরা হয়েছে।

এই প্রসঙ্গ নিয়ে ডাঃ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “আমি এবং আমার পরিবারের কেউই অনৈতিকভাবে উপার্জন করেন না। কিন্তু সংবাদমাধ্যমের সামনে কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাই আইনি নোটিস পাঠালাম। শুভেন্দু অধিকারী যদি না প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে ১০০ কোটি টাকার মানহানির মামলা করব।”

You may also like