মহানগর ডেস্ক: ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে তকমা পেল কর্নাটকের হোয়েসলা মন্দির। এখনো পর্যন্ত ভারতের ৪২টি সৌধ ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় নাম লিখিয়েছে। কর্নাটকের হোয়েসলা মন্দির ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন। ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রমাণ কর্নাটকের হোয়েসলা মন্দির এবং এটি হেরিটেজ তকমা পেয়ে ভারতকে গৌরবান্বিত করেছে বলে জানালেন প্রধানমন্ত্রী মোদী।
কর্নাটকের হোয়েসলা মন্দির হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর উচ্ছাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “ভারতের জন্য আরও গর্বের বিষয়!হোয়েসলা মন্দিরের কালজয়ী সৌন্দর্য এবং জটিল বিবরণ ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের পূর্বপুরুষদের ব্যতিক্রমী কারুকার্যের প্রমাণ। প্রসঙ্গত, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন নাম লিখিয়েছে। রবিবার এক্স হ্যান্ডেলে সেকথা জানিয়েছে ইউনেস্কো। শান্তিনিকেতন যে বিশ্ব ঐতিহ্যশালী স্থানের তালিকায় স্থান পেতে চলেছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। রবিবার তা ঘোষণা করে ইউনেস্কো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুকুটে নতুন পালক যুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদীও টুইট বার্তায় অভিবাদন জানান।
শান্তিনিকেতনের পর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে তকমা পেল কর্নাটকের হোয়েসলা মন্দির। সৌদি আরবে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪৫ তম অধিবেশন থেকে এই ঘোষণা করা হয়েছে। সমগ্র কর্ণাটক জুড়ে এখন আনন্দের পরিবেশ বিরাজ করছে। ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রমাণ এই মন্দির।