বিক্রম ব্যানার্জী: এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবা সিদ্দিকি খুনের পর থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে নিয়ে আলোচনার পারদ উর্ধ্বমুখী। বলিউড স্টার সলমান খানকে প্রাণ নাশের হুমকি মিশ্রিত হোয়াটসঅ্যাপ বার্তায় 5 কোটি টাকার দাবি থেকে শুরু করে উত্তর ভারতীয় বিকাশ সেনা দলের তরফে নির্বাচন লড়ার প্রস্তাব সবেতেই মধ্যমণি হয়ে রয়েছেন 31 বছর বয়সী গ্যাংস্টার লরেন্স। তবে সম্প্রতি এই কুখ্যাত গ্যাংস্টারকে মারার জন্য 1 কোটি 11 লক্ষ 11 হাজার 111 টাকা পুরস্কার ঘোষণা করেছেন ক্ষত্রিয় করণী সেনার সভাপতি রাজ শেখাওয়াত।
লরেন্স বিষ্ণোইয়ের মূল্য 1 কোটি 11 লাখ 111 টাকা!
এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গ্যাংস্টার লরেন্স প্রসঙ্গে ক্ষত্রিয় করণী সেনার সভাপতি রাজ শেখাওয়াত এক ভিডিও বিবৃতিতে জানান, যে পুলিশ অফিসার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে এনকাউন্টার করতে পারবেন তাকে 1,11,11,111 টাকা পুরস্কার দেওয়া হবে। এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়ে রাজ শেখাওয়াত বলেন, লরেন্স দেশের জন্য বিপদ। এই গ্যাংস্টার দেশের মূল্যবান রত্ন শহীদ করণী সেনা প্রধান সুখদেব সিং গোগামেডিকে হত্যা করেছেন। কাজেই এহেন একজন গ্যাংস্টারকে মারতে পারলেই 1 কোটি টাকারও বেশি মূল্যের পুরস্কার পাওয়া যাবে।
প্রসঙ্গত, গত বছর 5 ডিসেম্বর জয়পুরে অজানা আততায়ীদের গুলিতে নিহত হন করণী সেনা প্রধান সুখদেব সিং গোগামেডি। সুখদেব সিংয়ের মৃত্যুতে করণী সমর্থকদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সংগঠনটির দাবি, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই হত্যার দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। এর আগে এই তরুণ গ্যাংস্টার খলিস্তানি সমর্থক সুখা দুনেকে খুন করে ঠিক একই ভাবে তার দায়ভার স্বীকার করে নিয়েছিলেন। সব মিলিয়ে, করণী সেনা প্রধান থেকে শুরু করে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা কেউই রেহাই পাননি ভারতীয় গ্যাংস্টারের হাত থেকে। আর তাতেই গ্যাংস্টার কে মারার জন্য উঠে পড়ে লেগেছেন করণী সভাপতি রাজ শেখাওয়াত। এমটাই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ।
আরও পড়ুন: গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় চাকরির সুযোগ দিচ্ছে Infosys, এখনই আবেদন করুন