Home National Court Ruling On Pornography: একা একা পর্নোগ্রাফি দেখা অপরাধ নয়, মত কেরল হাইকোর্টের বিচারপতির

Court Ruling On Pornography: একা একা পর্নোগ্রাফি দেখা অপরাধ নয়, মত কেরল হাইকোর্টের বিচারপতির

by Mahanagar Desk
7 views

মহানগর ডেস্ক: কারোকে না দেখিয়ে একা একা পর্নোগ্রাফি দেখা অপরাধ নয় (Court Ruling On Pornography)। এটা ব্যক্তিগত পছন্দের মধ্যে পড়ে। একটি মামলায় রায় দিতে গিয়ে এমনই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের। আদালত জানিয়েছে এই ধরণের কাজকে তখনই অপরাধ হিসেবে গণ্য করা হবে, যখন কারো ব্যক্তিগত গোপনীয়তায় তা নাক গলাবে। ২০১৬ সালে রাস্তার ধারে তেত্রিশ বছরের এক ব্যক্তি পর্নোগ্রাফি ভিডিও দেখার সময় পুলিশ গ্রেফতার করে। ভারতীয় দণ্ডবিধির অধীনে ২৯২ ধারায় অশ্লীলতা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। এদিন মামলাটি খারিজ করার সময় আদালত তার এমন পর্যবেক্ষণের কথা জানায়।

মামলা চলাকালীন অভিযুক্ত ব্যক্তি তাঁর বিরুদ্ধে দায়ের করা এআইআর এবং মামলা খারিজ করার আবেদনের প্রেক্ষিতে আদালত এ নিয়ে নির্দেশ দেয়। হাইকোর্ট জানিয়েছে, পর্নোগ্রাফি শতকের পর শতক ধরে চলে আসছে। ডিজিটাল এজে তা অনেক সহজলভ্য করে তুলেছে। এমনকী শিশুদের কাছেও তা সহজলভ্য করেছে। হাইকোর্ট জানিয়েছে এই মামলায় এই প্রশ্নের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তা হল অভিযুক্ত যদি তার ব্যক্তিগত সময়ে কারোকে তা না দেখিয়ে নিজে একা একা দেখে,তাহলে তা কি অন্যের কাছে অপরাধ বলে গণ্য হবে।

আদালত এও লক্ষ্য করেছে পর্নোগ্রাফি অভিযুক্ত প্রকাশ্যে দেখিয়েছে, এমন অভিযোগও কেউ করেনি। বিচারপতির মতে, ব্যক্তিগতভাবে কেউ যদি অশ্লীল ছবি দেখে থাকে, তাহলে তা অপরাধ বলে গণ্য হবে না। বিচারপতির কথায়, তিনি মনে করেন কোনও ব্যক্তি ব্যক্তিগত গোপনীতা বজায় রেখে পর্নোগ্রাফি দেখলে তা ভারতীয় দণ্ডবিধির অধীনে ২৯২ ধারায় অপরাধ বলে গণ্য হবে না।

একইরকম ভাবে মোবাইলে কেউ যদি ব্যক্তিগতভাবে পর্নোগ্রাফি দেখে থাকে, তাহলে সেটাও ভারতীয় দণ্ডবিধির অধীনে ২৯২ ধারায় অপরাধ বলে ধরা হবে না। তবে ভিডিও বা ছবি সবাইকে প্রচার করে, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য করা হবে। আদালত এমন মত জানানোর পাশাপাশি এই মামলায় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারপ্রক্রিয়া খারিজ করে দেয়। একইসঙ্গে ছোট ছেলেমেয়েদের খুশি করতে তাদের হাতে ইন্টারনেট-সহ মোবাইল ফোন দেওয়া সঙ্গত নয় বলে জানান বিচারপতি। তাতে বিপদ বাড়বে বলে মনে করেন বিচারপতি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved