Home National করোনা নিয়ে ভারতে ফের বাড়ছে উদ্বেগ, কেরলে নতুন করে আক্রান্ত ৩০০, মৃত ৩

করোনা নিয়ে ভারতে ফের বাড়ছে উদ্বেগ, কেরলে নতুন করে আক্রান্ত ৩০০, মৃত ৩

by Shreya Maji
24 views

মহানগর ডেস্ক: ফের ভারতে চিন্তার কালো মেঘ ঘনাচ্ছে করোনা। ভারতে নতুন করে বাড়ছে ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এটাই দেশবাসীর মধ্যে ভয় ধরাচ্ছে। সামনেই বড়দিন, নতুন করে যাতে বিপদ না হয় সেই কারণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্ক করেছে। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে হয়েছে পর্যালোচনা বৈঠকও। বিশেষ করে কেরলে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে, কেরলে ২০  ডিসেম্বর  করোনায় নতুন করে ৩০০ জন আক্রান্ত হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে।

কেরলে ৩০০ জন আক্রান্ত নিয়ে দেশে  নতুন করে করোনায় মোট সক্রিয় মামলার সংখ্যা দাঁড়িয়েছে  ২,৬৬৯। করোনা ভাইরাসটির নতুন রূপের উত্থানের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে, কেরালের স্বাস্থ্য বিশেষজ্ঞরা  বুধবার বলেছেন  কোভিড অন্য কোনও সংক্রামক রোগের মতো যা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা যায় না  তবে এই রোগের   স্ট্রাইক রেট কমে এসেছে বলেও উল্লেখ করা হয়েছে। ডাঃ শ্রীজিথ এন কুমার  বলেছেন, “কোভিড অন্য যে কোনও সংক্রামক রোগের মতো যা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা যায় না। তবে, এই রোগের  স্ট্রাইক রেট কমে এসেছে, এবং মৃত্যুহার মানে যারা এই রোগে  মারা গিয়েছেন তা আগের মতো বেশি নয়। এটি এখন অন্য যে কোনও ইনফ্লুয়েঞ্জা বা অন্য যে কোনও সাধারণ সর্দি-কাশির মতো।”

অন্যদিকে,কিছু রাজ্যে করোনার নয়া বিস্তার দেখে  কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডব্য বুধবার ভারতে কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করতে এবং কোভিড-১৯-এর নজরদারি, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য জনস্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেছেন।   বৈঠকের সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী COVID-19 ভাইরাসের নতুন এবং উদীয়মান স্ট্রেনগুলির বিরুদ্ধে সতর্ক এবং প্রস্তুত থাকার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। সকলকে সতর্ক ও সাবধান থাকার বার্তা দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সমস্ত রাজ্যকে সতর্ক থাকার, নজরদারি বাড়াতে এবং ওষুধ, অক্সিজেন সিলিন্ডার এবং কনসেনট্রেটর, ভেন্টিলেটর এবং ভ্যাকসিনের পর্যাপ্ত স্টক নিশ্চিত করার নির্দেশ জানিয়েছেন।

You may also like