Home National দক্ষিণ ভারতে ক্যাফে বিস্ফোরণ মামলায় বাংলার যোগ! মূল অভিযুক্ত গ্রেফতার এ রাজ্য থেকে

দক্ষিণ ভারতে ক্যাফে বিস্ফোরণ মামলায় বাংলার যোগ! মূল অভিযুক্ত গ্রেফতার এ রাজ্য থেকে

ঘটনাটি ঘটেছে ১ মার্চ।

by Pallabi Sanyal
28 views

মহানগর ডেস্ক : ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) কর্ণাটকের বেঙ্গালুরুতে দ্য রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে দুই সন্দেহভাজনকেগ্রেফতার করেছে বলে খবর। ঘটনাটি ঘটেছে ১ মার্চ।রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলার পলাতক আদবুল মতিন ত্বহা এবং মুসাভির হুসেন শাজেবের কলকাতার কাছে আস্তানা খুঁজে বের কে এআইএ।ক্যাফেতে আইইডি স্থাপনকারী মুসাভির হোসেন শাজিব অভিযুক্ত এবং আব্দুল মতিন ত্বহা পরিকল্পনা, বিস্ফোরণ ঘটানো এবং পরবর্তীতে আইনের খপ্পর থেকে পালিয়ে যাওয়ার মূল পরিকল্পনাকারী।

প্রসঙ্গত, গত সপ্তাহে, জাতীয় তদন্তকারী সংস্থা মুসাভির হুসেন শাজিবকে বিস্ফোরণের মূল অভিযুক্ত এবং আব্দুল মতিন তাহাকে সহ-ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করেছে, যারা বিস্ফোরণ ঘটিয়েছে এবং সহ-ষড়যন্ত্রকারী তারা দুজনেই কর্ণাটকের শিবমোগা জেলার তিরথাহল্লির বাসিন্দা। তদন্তে আরো জানা যাচ্ছে, মুজাম্মিল শরীফ চিককামাগালুরুর খালসার বাসিন্দা , তিনি প্রধান অভিযুক্ত ব্যক্তিদের বিস্ফোরণের সামগ্রী প্রদান করে সহায়তা করেছিলেন, তাকে ২৬ মার্চ গ্রেফতার করা হয়েছিল এবং তাকে পুলিশ হেফাজতে পরীক্ষা করা হয় বলে জাতীয় তন্তকারী সংস্থা সূত্রে খবর। পলাতক অভিযুক্ত ব্যক্তিদের সনাক্ত এবং গ্রেফতার করার প্রচেষ্টার অংশ হিসাবে, এনআইএ কর্ণাটক, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশের ১৮ টি স্থানে তল্লাশি চালায়।

প্রসঙ্গত, গত ১ মার্চ বেঙ্গালুরুতে জনপ্রিয় ইটিং জয়িংয়ে যে বিস্ফোরণটি হয়েছিল, তাতে বেশ কয়েকজন আহত হয়েছিল। রেস্তোরাঁটি ব্রুকফিল্ডের আইটিপিএল রোডে অবস্থিত।কেন্দ্রীয় এজেন্সি ২৯ শে মার্চ পলাতকদের প্রত্যেককে গ্রেফতার করার জন্য তাদের বিষয়ে তথ্য জানতে চেয়ে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে।এনআইএ মামলায় প্রমাণ এবং তথ্য সংগ্রহের জন্য পলাতক এবং গ্রেফতার অভিযুক্ত ব্যক্তিদের কলেজ এবং স্কুল বন্ধু সহ সমস্ত পরিচিতদের তলব এবং পরীক্ষা করছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved